ফের ঘূর্ণাবর্ত,তবে কী পিছবে শীত ? কী বলছে হাওয়া অফিস

নিউজ ডেস্ক : ডিসেম্বরের ১০ তারিখের পর থেকে পারদ নামতে পারে আরও নিচে। উত্তুরে হাওয়া প্রবেশ করবে অবাধেই। তার আগে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। দেশের বেশিরভাগ অংশেই শীতের আমেজ বজায় আছে। আপাতত বাতাসের গতিপথ সাগর দিকে রয়েছে।

কিছুদিনের মধ্যেই রাজ্যে শীতের প্রবেশ হবে বলে সংকেত দিয়েছে হাওয়া অফিস। ফলে বাধাহীনভাবে উত্তর পশ্চিমের শীতল বাতাস প্রবেশ করতে চলেছে রাজ্যে। কলকাতায় আপাতত শীতের আমেজ একই রকম থাকবে, তাপমাত্রা আঠারো ডিগ্রির নীচেই থাকবে বলে জানা গেছে। যদিও আগামী ২ দিনে আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে।

এদিন ভোরের দিকে হালকা কুয়াশা দেখা গেলেও,সকাল থেকেই কলকাতার আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকতে দেখা গেছে। রবিবার তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি কাছাকাছি। সোমবার তা সামান্য বেড়ে ১৭ ডিগ্রির ঘরে চলে গেছে। তবে গত সপ্তাহের মতই গোধূলি বেলা হতে না হতেই ঠান্ডা অনুভূত হবে কলকাতা জুড়ে।

অন্যদিকে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় আছে। পাশাপাশি, পশ্চিমের জেলাগুলিতে কলকাতার থেকে তিন-চার ডিগ্রি তাপমাত্রা কম থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিক অথবা নীচে দিকে থাকবে।

আরও পড়ুন : Indian Boxing: যুব বিশ্বকাপে সেরা, ৪টি সোনা সমেত ১১ টি পদক!

এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। একটি আরব সাগরে এবং অন্যটি বঙ্গোপসাগরে। যা এখন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর জেড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এছাড়াও আগামী ২৪ ঘণ্টায় কর্নাটকে অন্ধপ্রদেশের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে।

আরও পড়ুন : ক্যামেল ফ্লুর কোপ কাতারে, বন্ধ হবে কি বিশ্বকাপ? আশঙ্কায় ফুটবল বিশ্ব

About Simlin Das

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *