ইউ এন লাইভ নিউজ: উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের পরেই ঘোষণা হয় পরের বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার কর্মসূচি। ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ৩ মার্চ ২০২৫ থেকে। ১৮ মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে এই কথা জানানো হয়েছে। সংসদের তরফে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত।
প্রতিবছর যেভাবে পরীক্ষা হয়, সেই ধাঁচেই ২০২৫ সালে দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের প্রকাশিত সূচি অনুযায়ী, ৩ মার্চ পরীক্ষা হবে বাংলা, ইংরাজি, হিন্দি ও নেপালি প্রথম ভাষার। পাশাপাশি উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলগু, গুজরাটি ও পাঞ্জাবির পরীক্ষা হবে। ৪ মার্চ হবে ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা। ৫ মার্চ হবে বাংলা, ইংরাজি দ্বিতীয় ভাষার পরীক্ষা। হিন্দি ও নেপালি দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে ৬ মার্চ, সেইসঙ্গে অলটারনেটিভ ইংলিশের পরীক্ষাও হবে। আগামী ১৮ মার্চ হবে শেষ পরীক্ষা। ১৮ মার্চ স্ট্যাটিসটিকস, ভুগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান ও হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা রয়েছে।
এই বছর সকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে ২০২৫ সালে ফের সকাল ১০টা থেকেই শুরু হবে পরীক্ষা। হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিস্যুয়াল আর্টস, মিউজিক ও ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা হবে দু ঘণ্টা। সকাল ১০টা থেকে শুরু হবে, চলবে ১২টা পর্যন্ত।
Leave a Reply