Bagdah Go Back

Go Back Slogan at Bagdah: রানাঘাটের পর এবার অশান্তির ছবি বাগদায়, ‘গো-ব্যাক’ স্লোগানের মুখে বিমল কুমার বিশ্বাস

ইউ এন লাইভ নিউজ: রাণাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পরে এবার বাগদা বিধানসভা এলাকাতেও অশান্তির ঘটনা। অশান্তির ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। বাগদা বিধানসভায় দিঘলডিগি এলাকায় বুথ জ্যামের অভিযোগ পেয়ে দেখতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। সেখানে গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তৃণমূল কর্মীরা তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন, সঙ্গে গো ব্যাক স্লোগান দেওয়া হয় বিজেপি প্রার্থীকে। তারপরেই ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রীতিমতো বচসা শুরু হয় তৃণমূল কর্মীদের।

বাগদায় তৃণমূল কংগ্রেসে এবার প্রার্থী হটেছেন ঠাকুর পরিবারের মেয়ে মধুপর্ণা ঠাকুর। একেবারেই নতুন মুখ তিনি। মতুয়া ভোট ব্যাঙ্ক ফিরে পেতে ফের ঠাকুর পরিবারের সদস্যের প্রতিই ভরসা রেখেছে শাসক দল। এই কেন্দ্রে বিজেপি, প্রার্থী করেছে বিমল কুমার বিশ্বাসকে। তৃণমূল কংগ্রেস কর্মীরা অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী এলাকায় এসে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনী সেটা দেখেও দেখছে না বলে অভিযোগ করেছেন তাঁরা। তারপরেই তৃণমূল কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর তুমুল বচসা শুরু হয়। বুথের সামনে লাঠি চার্জ করে জমায়েত ভেঙে দেয় কেন্দ্রীয় বাহিনী।

বাগদার এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। এদিকে বিধানসভা উপনির্বাচনেও একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেই চলেছে। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে একাধিক জায়গায অশান্তির ঘটনা ঘটেছে। গতকাল রাত থেকে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানো হচ্ছে। সঙ্গে ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। এমনকী গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে বিজেপি কর্মীরা। বাগদায় মতুয়া ভোট ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে শাসক দল। সেকারণেই লোকসভা ভোটের মতোই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখানোর ঘটনা ঘটেছে। রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে। শুধু বাগদা নয়, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলা কেন্দ্রেও অশান্তির ঘটনা প্রকাশ্যে আসছে।