ইউ এন লাইভ নিউজ: রাজ্যের ৮টি লোকসভা কেন্দ্র জুড়ে চলছে ভোটগ্রহণ পর্ব। তার মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। সেই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দেব সকাল থেকেই ব্যস্ত। একবারে অন্য মেজাজে ধরা দিলেন অভিনেতা-সাংসদ। মাথায় হেলমেট, তার সাথে পরনে সাদা নীল ছাপ শার্ট এবং জিনস। চেপে বসলেন দলীয় কর্মীদের বাইকের পিছনে। এদিন সকাল থেকেই দলের কর্মীদের সঙ্গে নিয়ে এভাবেই বাইকে চড়ে বুথে বুথে দেখা গেল ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারীকে।
সকালেই ঘাটালের নানা প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসে। খবর পাওয়া মাত্রই বুথে বুথে ছুটে যান দেব। শুরুতেই দৌলতচক ৭১ নম্বর বুথ সহ ঘাটালের বিভিন্ন এলাকায় ভোট কেন্দ্র ঘুরে দেখেন। এদিন সকালে ভোটগ্রহণ শুরু হতেই দৌলতচকে তৃণমূলের বুথ এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে দৌলতচকে পৌঁছন দেব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সকলকে নির্ভয়ে ভোটদেন করার আবেদন করেন তিনি।
দেব বলেন, “দশ বছর ধরে সবাইকে আগলে রেখেছি। কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। আমি শুনেই সেখানে ছুটে গিয়েছি। আমি চাই সবাই ভোটটা দিক। আমি সবাইকে বলছি আপনারা ভোট দিন। কেউ আটকালেও ভোট দিতে ভয় পাবেন না। আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকেই ভোটটা দিন। আমাকেই ভোট দিতে হবে বলছি না। যাঁকে ভালো লাগে তাঁকেই নিজের ভোটটা দিন।”
Leave a Reply