cyclone dana

Cyclone Dana: ‘রেমাল’ – এর পর বাংলায় ফের ‘দানা’ -র হানা ? আদৌ বাংলায় পড়বে এর প্রভাব ? কি জানালো হাওয়া অফিস?

ইউ এন লাইভ নিউজ: পুজো কেটে গেল বৃষ্টি কে সঙ্গে নিয়েই। এরই মধ্যে আবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের উৎপত্তির দেখা মিলেছে। আবহাওয়াবিদদের মতে গত জুলাই মাসে ‘রেমাল’ -এর পর বাংলায় ফের ঘূর্ণিঝড়ের আবির্ভাব হতে চলেছে। কাতার এর নাম দিয়েছে ‘দানা’, যার অর্থ স্বাধীনতা। মৌসম ভবন জানিয়েছে, নিম্নচাপের সৃষ্টি হবে মঙ্গলবার। তবে, বাংলায় কি আদৌ ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ? আবহাওয়াবিদদের মতে, বুধবার সেটি বাংলা ছাড়িয়ে উড়িষ্যা এবং তামিলনাড়ুর দিকে এগোবে।

আবহাওয়া দপ্তর এও বলছে ১০০ থেকে ১২০ কিলোমিটারের মধ্যে ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা আছে এই বাংলায়। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের এইচ আর বিশ্বাস বলেন, “গত ১০০ বছরের যে গড় রেকর্ড রয়েছে, তাতে ঘূর্ণিঝড়ের সময়, সংখ্যা বদলে গিয়েছে, এমন প্রমাণ পাওয়া যায়নি।” বস্তুত, রেকর্ড অনুযায়ী প্রতি বছরের শেষ তিনমাসে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা বাড়ছে এবং বছরের মার্চের মাঝামাঝি সময় থেকে মে মাস – এই সময়েও ঘূর্ণিঝড়ের উৎপত্তি লক্ষ করা যাচ্ছে।