Arvind Kejriwal: লোকসভা ভোট শেষ হতেই ফের কারাবন্দী দিল্লির মুখ্যমন্ত্রী

ইউ এন লাইভ নিউজ: ২১ দিনের অন্তবর্তী জামিন পেয়েছিলেন নির্বাচনী প্রচারের জন্য। সেই ২১ দিন শেষ হয়েছে গতকাল সপ্তম দফা নির্বাচনের দিন। জামিনের সময় স্পষ্টতই বলা হয়েছিল, ভোট মিটতেই ২ জুন তিহাড় জেলে আত্মসমর্পণ করতে হবে তাঁকে। মাঝে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানো এমনলি জামিনেরও আর্জি জানিয়েছেন কেজরিওয়াল। তবে তাতে কোনও লাভ হয় নি।

দিনকয়েক আগেই আপ সুপ্রিমো জানিয়েছিলেন, রবিবার তিনি আবার জেলে ফিরে যাবেন। এদিন সকালেই তিনি সোশ্যাল মিডিয়ায় এই প্রসঙ্গে একটি বার্তা দিয়েছেন। তাতে তিনি ২১ দিনের অন্তর্বর্তী জামিনের জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে নিশ্চিত করেছেন রবিবার তিনি আত্মসমর্পণ করবেন তিহাড়ে। এদিন দুপুর ৩টের সময়ে বাড়ি থেকে বেরোন তিনি। প্রথমে যান রাজঘাটে। সেখানে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে কনট প্লেসের হনুমান মন্দিরে যান। সেখান থেকে যান ‘আম আদমি পার্টি’-র দলীয় কার্যালয়ে। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করে আত্মসমর্পণ করেন তিহাড় জেলে। এর আগে কারাবন্দী থাকাকালীন জেলে বসেই দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন কেজরিওয়াল।