Bengal Weather

West Bengal Weather: তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি ! রেহাই কি পাবেন রাজ্যবাসি ? উত্তর দিল আলিপুর আবহাওয়া দপ্তর

ইউ এন লাইভ নিউজ: সোম এবং মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা। রবিবারও কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভবনা রয়েছে।পূর্বের দিকের জেলাগুলিতে রবিবার তাপমাত্রা কিছুটা হলেও কম,একধাক্কায় প্রায় ৪ ডিগ্রি কমে গেছে। ৪৪ থেকে ৪০ এর ঘরে তাপমাত্রা। তীব্র দহন জ্বালা, কিছুটা হলেও কম। তবে পশ্চিমের জেলাগুলিতে আজও তাপপ্রবাহের সতর্কবার্তা। তাপমাত্রার কিছুটা কমলেও অস্বস্তি এখন কমছে না, হাওয়া অফিস সূত্রে এমনটিই খবর। উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। যা সোম-মঙ্গল বার পর্যন্ত চলবে। কলকাতা সহ উপকূলের জেলাগুলি রবিবার কিছুটা হলেও রেহাই পাচ্ছে। আগামী দুদিনে আরও স্বস্তি পেতে চলেছে শহরবাসী।

গরম হাওয়া সরিয়ে বাতাসে জলীয় বাষ্প, রবিতেই কি স্বস্তি মিলতে চলেছে ? হাওয়া অফিস সূত্রে খবর মূল বৃষ্টি রাজ্যজুড়ে শুরু হবে আগামী সোমবার থেকে যা চলবে বুধবার পর্যন্ত। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভবনা রয়েছে।

পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের সাত জেলায় আজও চলছে তাপপ্রবাহ। সকাল থেকেই চড়া রোদ, শুনশান রাস্তাঘাট, লু বইছে। তীব্র তাপদাহের হাত থেকে আজও মুক্তি পাচ্ছে না জেলাবাসী। একটা অস্বস্তিকর গরম, ঘর্মাক্ত পরিবেশ এখনো রয়েছে জেলাজুড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের দাপট বাড়ছে। আগামীকাল থেকে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় স্বস্তি পেতে চলেছেন জেলার বাসিন্দারা। কয়েকদিনের জন্য তীব্র গরমের থেকে রেহাই পেতে চলেছেন রাজ্যবাসী।