By Polling

Assembly Bypoll Result: লোকসভার পর ফের ধাক্কা খেল এনডিএ, ১৩ টি আসনের মধ্যে ১১ টি আসনে এগিয়ে ইন্ডিয়া

ইউ এন লাইভ নিউজ: ১৩ জুলাই বিধানসভা কেন্দ্রগুলির উপনির্বাচনের ফল ঘোষণা। এ দিন মোট সাতটি রাজ্যে ১৩টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা হবে। লোকসভা ভোটের পর এটাই আবার মুখোমুখি হওয়ার জায়গা এনডিএ ও ইন্ডিয়া জোটের ক্ষেত্রে। আর তাতেই বড় জয়ের পথে বিরোধী দল। সাতটি রাজ্যের ১৩ টি বিধানসভার উপনির্বাচনের গণনার সময় একের পর এক ভেসে আছে ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার খবর।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা আসনের মধ্যে ১১টিতেই এগিয়ে ইন্ডিয়া। তালিকায় রয়েছে কংগ্রেস, আপ, তৃণমূল এবং ডিএমকে দলের প্রার্থীরা। হিমাচল প্রদেশের হামিরপুরে একমাত্র আসনে এগিয়ে বিজেপি। বিহারের রুপাউলিতে এগিয়ে এনডিএ শরিক জেডিইউ প্রার্থী। পঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে বিপুল ভোটে জিতলেন আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগত। নিকটবর্তী এনডিএ প্রার্থীকে পরাজিত করলেন ৩৭ হাজার ৩২৫ ভোটে। মধ্যপ্রদেশের অমরওয়ারা আসনে কংগ্রেসের প্রার্থী ধীরণ শাহ সুখরাম দাস ইনভাটি বিজেপি-র কমলেশ প্রতাপ শাহের থেকে ৯১৮ ভোটে এগিয়ে। হিমাচল প্রদেশের নলাগড় আসনে কংগ্রেসের হরদীপ সিং বাওয়া ৩ হাজার ৭৮ ভোটে বিজেপির-র কেএল ঠাকুরের থেকে এগিয়ে। হিমাচল প্রদেশে কংগ্রেসের প্রার্থী তথা মুখ্যমন্ত্রী সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর ৫ হাজার ২৯ ভোটে জিতে গিয়েছেন। তাঁর বিপক্ষে বিজেপি প্রার্থী ছিলেন হোশিয়ার সিং।

পশ্চিমবঙ্গের চারটি আসনেই এগিয়ে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৮ হাজার ৫৭৫ ভোটে এগিয়ে বিজেপি-র মানস কুমার ঘোষের থেকে। রানাঘাট দক্ষিণে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ১০ হাজার ৪৯৮ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি-র মনোজ কুমার বিশ্বাসের থেকে। বাগদায় ইতিমধ্যে তৃণমূলের মধুপর্ণা ঠাকুর বিজেপি-র বিনয় কুমার বিশ্বাসকে হারিয়ে ৩০ হাজারেরও বেশি ভোট জয়ী হয়েছেন। মানিকতলায় প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে বিজেপি-র কল্যাণ চৌবের থেকে ৩২ হাজারেরও বেশি ভোটে এগিয়ে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবর অর্থাৎ ১০ জুলাই পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, মধ্য প্রদেশ, বিহার এবং তামিলনাড়ুতে বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ হয়।