নিউজ ডেস্ক: বর্ধমানের সানমার্গ চিটফান্ড কান্ডে এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার বিজেপি ঘনিষ্ঠ ব্যবসায়ী। ধৃতের নাম সঞ্জয় সিংহ। তিনি দুর্গাপুরের বাসিন্দা। একাধিক ব্যবসা ছিল তাঁর। বুধবারই তাঁকে আদালতে তোলা হবে বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর।
সানমার্গ চিটফান্ড প্রতারণা মামলায় সম্প্রতি সঞ্জয় সিংহকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল সিবিআই। টানা ১০ ঘন্টা জেরার পরে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর আগে সানমার্গ কান্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন হালিশহরের তৃণমূলের পুরপ্রশাসক রাজু সাহানি।
সিবিআইয়ের দাবি, সানমার্গের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল চেয়ারম্যান রাজু সাহানি। তাঁর বাড়ি থেকে প্রায় ৮০ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছিল। যার উৎস তিনি বলতে পারেননি। তারপরেই তাঁকে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা। তৃণমূল চেয়ারম্যান রাজু সাহানির আগে বর্ধমান পুরসভার প্রাক্তন প্রশাসক ও তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তিনি জামিনে মুক্ত।
আরও পড়ুন: J-K’s Kupwara: নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের মুখোমুখি সংঘর্ষ, খতম ১ জঙ্গি, সার্চ অভিযান জারি
২০১৩ সালে সারদা কান্ডের পর রাজ্যে সমস্ত অর্থলগ্নিকারী সংস্থার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদলাতের নির্দেশে সারদা ছাড়াও রোজভ্যালি, এমপিএস, সিলিকনের মতো অন্যান্য লগ্নি সংস্থাতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সামনে আসে সানমার্গ-কাণ্ড। তদন্তকারীদের একাংশের দাবি, সানমার্গের আর্থিক কেলেঙ্কারি সারদার চেয়ে কোনও অংশে কম নয়। সেই সানমার্গ কান্ডের তদন্তেই এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন বিজেপি ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় সিং।
Leave a Reply