ইউ এন লাইভ নিউজ: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিজেপি ছেড়ে আবার তৃণমূলে যোগ দেওয়ার সংখ্যা বেশ বেড়েছে বলেই মনে করা হচ্ছে। আগামী ১০ জুলাই বঙ্গের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। আর তার আগেই বঙ্গ রাজনীতিতে আবার দলবদল ঘটল। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক দীনেশ বাজাজ। উল্লেখ্য, গতকাল মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য একটি ঘরোয়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, অতীন ঘোষ এবং অনিন্দ্য রাউত সহ প্রমুখরা।
২০২১-র বিধানসভা নির্বাচনের সময়ে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়া তৎকালীন জোড়াসাঁকোর বিধায়ক দীনেশ বাজাজ-ও সেই আলোচনাতেই উপস্থিত ছিলেন বলে জানা যায়। তিনি আবার শাসক দলের সঙ্গেই যুক্ত হলেন। এ প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক জানিয়েছেন, মানিকতলা উপনির্বাচনে দলের হয়ে কাজ করবেন। তাঁর এই যোগদান বঙ্গ রাজনীতিতে নয়া সমীকরণ তৈরি করবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।
Leave a Reply