BHANGAR CHAOS

Loksabha Election 2024: ফের উত্তপ্ত ভাঙড়, আইএসএফ প্রার্থীর উপর হামলা

ইউ এন লাইভ নিউজ: ভোট আবহে ফের অশান্তি ভাঙড়ে। জয়নগরের আইএসএফ প্রার্থীর প্রচারের মাঝে চরম বিশৃঙ্খলা। পুলিশকর্মীরাও আক্রান্ত। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের চন্দনেশ্বরের ঝিঝিরআইটে বুধবার আইএসএফ প্রার্থী মেঘনাদ হালদারের সমর্থনে নির্বাচনী প্রচার চলছিল। সেই সময়ে আইএসএফ প্রার্থীর উপর হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনই অভিযোগ আইএসএফের তরফ থেকে। আইএসএফের পক্ষ থেকে পাল্টা হামলা রোখার চেষ্টা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিরাট অংশের সশস্ত্র পুলিশবাহিনী। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশকর্মীদেরও আঘাত পেতে হয়। রক্ত ঝরে বলেও অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঘটনার পিছনে কে বা কারা আছে পুলিশ তার তদন্ত শুরু করেছে। যাতে নতুন করে অশান্তি বা ঝামেলার সৃষ্টি না হয় সেইজন্য এলাকায় বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত উলেখযোগ্য, ২০২৩-র পঞ্চায়েত ভোটের আগে থেকেই বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়। মনোনয়ন পর্ব থেকে দফায় দফায় বোমাবাজি,সংঘর্ষ,গোলা-গুলি চলেছে। প্রাণ হারিয়েছেন একাধিক রাজনৈতিক কর্মীরা। ভোটের ফলপ্রকাশের পর অতিরিক্ত পুলিশ সুপার গুলিবিদ্ধ হন। রাজ্য সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই সময়ে ভাঙড়। এবার লোকসভা ভোটের মাঝেও সেই ভাঙড়েই রক্ত ঝরল। ইতিমধ্যে তিন দফার ভোট শেষ হয়েছে। এখনও চার দফা নির্বাচন বাকি। মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট সম্পন্ন হয়েছে। সপ্তম দফায় ভাঙড়ে ভোট। তাই এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত গ্রামবাসীরা।