Nabanna

Nabanna Abhijan: নবান্নের ঢিল ছোড়া দূরত্বে আন্দোলনকারীরা, পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষ তুঙ্গে

ইউ এন লাইভ নিউজ: নবান্ন অভিযানে এক দিকে যেমন মাঝ রাস্তাতেই পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। অন্যদিকে আন্দোলনকারীরা নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে পৌঁছে গিয়েছে আন্দোলনকারীরা। এখনও মাটি কামড়ে আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে সঙ্গেই মিনিটে মিনিটে স্ট্র্যাটেজি বদল আন্দোলনকারীদের। এবার একেবারে নবান্নের দোড়গোড়য়া পৌঁছে গেল বিক্ষোভকারীরা। ভিড় হটাতে রীতিমতো হিমশিম খেতে দেখা গেল পুলিশকে। এদিন দুপুর তিনটে নাগাদ হাওড়ার চ্যাটার্জি হাটের দিকে থেকে প্রায় পাঁচশো লোককে এগিয়ে আসতে দেখা যায়। নবান্নের উত্তর গেটের দিকে এগিয়ে যেতে দেখা যায় আন্দোলনকারীদের। উড়ল জাতীয় পতাকা। এদিকে নবান্ন থেকে মাত্র একশো মিটার দূরেই তাঁদের আটকে দেয় পুলিশ। শুরু হয়ে যায় তুমুল ধস্তাধস্তি। লাগাতার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে উঠতে থাকে স্লোগান।

এদিকে চ্যাটার্জি হাট থেকে নবান্নের উত্তর গেটের মধ্যে অনেক ছোট ছোট ব্যারিকেট করেছিল পুলিশ। কিন্তু, সেগুলি ভেঙে দেয় আন্দোলনকারীরা। উত্তর গেটের কাছে রয়েছে বড় ব্যারিকেড। সেগুলি এখনও অক্ষত। এদিকে যে জায়গায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় সেখান থেকে হাঁটা পথে নবান্নের দূরত্ব দু থেকে তিন মিনিটের। এর আগেও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তরফে নানা ইস্যুতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হলেও নবান্ন থেকে বহু দূরেই পুলিশি বাধার মুখে পড়তে হয় তাঁদের। বিজেপি থেকে সিপিএম, নবান্নের এত কাছে কেউ কবে পৌঁছেছিল তা মনে করতে পারছেন কেউই।

About Rhitwika Chowdhury

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *