ইউ এন লাইভ নিউজ: মাথাভাঙা এবং চোপড়ার ঘটনায় রাজ্য বিজেপির কটাক্ষ জোড়া ফুল শাসকদল তৃণমূল কংগ্রেসকে। দুই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে সোমবার বিধানসভার সামনে ধরনায় বসলেন বিজেপির মহিলা বিধায়করা। বিধায়ক তথা মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পালের নেতৃত্বে এই কর্মসূচিতে রয়েছেন বিধায়ক চন্দনা বাউড়ি, শিখা চট্টোপাধ্যায়, সুমিতা সিনহারা। অগ্নিমিত্রাদের দাবি, ‘শাসকদলের নেতৃত্বে রাজ্যে সন্ত্রাস চলছে। অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে বিজেপি।’ অন্যদিকে, চোপড়ার ঘটনায় রাজ্যের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রের খবর, এই ঘটনায় নবান্নের স্বরাষ্ট্র দফতরের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল।
প্রসঙ্গত, কোচবিহারের মাথাভাঙা-২ ব্লকে বিজেপির সংখ্যালঘু নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দিন কয়েক আগের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় রাজ্য রাজনীতি। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে ময়দানে নেমেছে বিজেপি। এর মধ্যেই গোদের উপর বিষফোঁড়ার মতো রবিবার দুপুরে উত্তর দিনাজপুরের চোপড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তৃণমূল নেতা বলে পরিচিত তাজমুল ওরফে জেসিবির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওকেও এবার হাতিয়ার করেছে বিজেপি।
ভিডিওতে দেখা যায়, রাস্তার উপর ফেলে এক তরুণ-তরুণী বেত্রাঘাত করা হচ্ছে। এক ছড়া কঞ্চি নিয়ে দুজনকে নৃশংসভাবে মারছে ওই নেতা। মার খেতে খেতে অচৈতন্য তরুণীর চুলের মুঠি ধরে তাঁকে মাটিতে ফেলে দেওয়া হচ্ছে। সেই ভিডিও ভাইরাল হতেই প্রশ্নের মুখে পড়েছে তৃণমূল। জানা গিয়েছে, তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ এই জেসিবি। ঘটনা সামনে আসতেই জেসিবি-কে গ্রেফতার করেছে পুলিশ।
এই চোপড়ার ঘটনা নিয়ে আসরে নেমেছে বিজেপি। বিধানসভার ভিতরে ধরনার অনুমতি চেয়েছিলেন বিজেপির মহিলা বিধায়করা। কিন্তু অনুমতি না মেলায় শিখা চট্টোপাধ্যায়, চন্দনা বাউড়ি, অগ্নিমিত্রা পালরা বিধানসভার গাড়ি বারান্দার সামনে ধরনায় বসেন। তাঁদের দাবি, রাজ্যে পর পর মহিলারা আক্রান্ত হচ্ছেন, এমন অবস্থায় মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দোপাধ্যায় চুপ কেন!
Leave a Reply