নিউজ ডেস্ক: সাম্প্রতিক সময়ে সারা বিশ্বের কাছে হুমকি হয়ে দাঁড়িয়েছে বায়ু দূষণ। বায়ু দূষণের মারাত্মাক প্রভাব পড়ছে মানুষের ওপরে। ফলে উদ্বেগ বাড়ছে বিশ্ব বাসীর।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, গর্ভস্থ ভ্রুণের মারাত্মক ক্ষতি করছে বায়ু দূষণ। বাতাসে মিশে থাকা ছোট ছোট কণার মতো দুষিত পদার্থগুলিকে কালো কার্বন বলে। যা সন্তান সম্ভবা মায়ের শরীরে প্রবেশ করলে, ভ্রণেরও ক্ষতি করছে।
বিশেষ করে অনাগত শিশুর ফুসফুস এবং অন্যান্য গুর্ত্বপূর্ণ অঙ্গের ক্ষতি করছে বায়ু দূষণ। বর্তমানে বিভিন্ন গবেষণায় এই তথ্য সামনে এসেছে।
আরও পড়ুন: আটক করা হল মাদক বোঝাই পাক নৌকা, ধৃত ছজন পাচারকারী
বায়ু দূষণের কারণে গর্ভস্থ ভ্রুণের ক্ষতি হয়, এর স্পষ্ট কোনও প্রমাণ আগের কোনও গবেষণায় পাওয়া যায়নি। তবে সম্প্রতি এক গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
Leave a Reply