নিউজ ডেস্ক: দীর্ঘ ৩০ বছর পর দীপাবলির রাতে বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখল কলকাতা। শেষ কয়েক বছর ধরেই কালীপুজোয় কলকাতা ও হাওড়ায় রাত হলেই বায়ু দূষণের মাত্রা অনেক বেড়ে যেত। এই নিয়ে পরিবেশবিদরা একাধিকবার সরব হয়েছেন। এ বছরও কালীপুজোর আগে থেকে বায়ুদূষণ নিয়ে সরব হয়েছিলেন পরিবেশপ্রেমীরা। তবে মঙ্গলবার দেখা গেল কলকাতা শহরে বায়ু দূষণের মাত্রা বাড়েনি। দূষণের মাত্রা গত বারের তুলনায় প্রায় ৪০% কম।
অন্যদিকে দিল্লিতেও বায়ু দূষণের পরিমাণ অন্যান্য বছরের তুলনায় এবছর অনেকটা কম। কেন্দ্রীয় দূষণনিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার বাতাসে দূষণের মাত্রা ছিল ৩১২। যা শেষ চার বছরের মধ্যে সবচেয়ে কম ছিল।
স্বাস্থ্য এবং পরিবেশ দূষণের কথা মাথায় রেখে এবছর দীপাবলিতে বাজি ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল দিল্লি সরকার। তারপরেও বেশ কয়েকটি জায়গায় আতসবাজি পোড়ানোর কারণে বাতাসের গুণমান রাতারাতি খারাপ হয়। মঙ্গলবার সকাল ছটায় এয়ার কোয়ালিটি ইনডেক্স অর্থাৎ বাতাসের গুমান সূচক ৩২৩-এ দাঁড়িয়। পিএম এর মাত্রা ছিল ২.৫। যা জাতীয় মানের পাঁচ থেকে ছয় গুন।
দিল্লির পার্শ্ববর্তী গুরুগ্রাম, নয়ডা এবং ফরিদাবাদেও বাতাসে দূষণের মাত্র এতটাই বেশি ছিল যে ‘খুব খারাপ’ বিভাগের মধ্যে পড়েছে। শেষ তিন বছরে দিল্লিতে বায়ু দুষণের মাত্রা ছিল যথাক্রমে ২০১৯ সালে ৩৩৭, ২০২০ সালে ৪১৪, ২০২১ সালে ৩৮২।
আরও পড়ুন: বিপদ কেটেছে বঙ্গের, আপাতত রোদ ঝলমলে আকাশ
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, কোনও অঞ্চলের বাতাসের মানসূচক- ০ – ৫০ হলে ভাল, ৫১- ১০০ হলে সন্তোষজনক, ১০১ – ২০০-র মধ্যে হলে মধ্যম, ২০১ – ৩০০ হলে খারাপ, ৩০১ – ৪০০ হলে খুব খারাপ, ৪০১ – ৫০০ হলে গুরুতর খারাপ।
Leave a Reply