ক্ষতিপূরণ ৩৫০০ কোটি, এবার কি হুঁশ ফিরবে রাজ্য সরকারের, প্রশ্ন পরিবেশ কর্মীদের

নিউজ ডেস্ক: সম্প্রতি গ্রিন ট্রাইবুন্যাল রাজ্য সরকারকে ৩৫০০ কোটি টাকা জরিমানা করেছে। তারপরেই প্রশ্ন তুলেছেন পরিবেশ কর্মীরা, এবার কি হুঁশ ফিরবে রাজ্য সরকারের।

বলা হয়েছে, তিনমাসের মধ্যে মোট ৩৫০০ কোটি টাকা আলাদা করে রাখতে হবে। এবং ৬ মাসের মধ্যে সেই টাকা খরচ করতে হবে। এর পরেই প্রশ্ন তুলেছেন পরিবেশ কর্মীরা।

পরিবেশ দূষণ আটকাতে ২০০৬ সালে কোর্টের নির্দেশ ছিল, যে সব গাড়ি ১৫ বছরের পুরনো সেই গাড়িগুলি নিষিদ্ধ করতে হবে। কিন্তু তা এখনও কার্যকর হয়নি। এদিকে কেন ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল হবে তা নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: পরিবেশকর্মীদের গুঁতোয়, আদিগঙ্গা পুনরুজ্জীবন প্রকল্পে সিদ্ধান্ত বদল হিডকোর

শুধু এই নয়, পরিবেশ কর্মীরা একাধিক তুলেছেন। মন্দার মনিতে কোস্টাল রেগুলেশন অ্যাক্ট অমান্য করায় হোটেল ভাঙার নির্দেশ এখনও কার্যকর হয়নি। একইভাবে তুলে দেওয়ার কথা থাকলেও রয়ে গেছে ধর্মতলার বাস স্ট্যান্ড।

আরও পড়ুন: মত প্রকাশের স্বাধীনতা বিতর্কে অবসরপ্রাপ্ত বিচারপতির সমালোচনা কিরণ রিজিজুর

যে কোনও পুজো বা অনুষ্ঠানে ডিজে বাজানো এখন নিয়মে দাঁড়িয়ে গেছে। অথচ প্রকাশ্যে ডিজে বাজানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তা মানছে কে?

বিদ্যুৎ কেন্দ্রের ছাই ব্যবহার করে ইট তৈরি করতে হবে। তোলা যাবে না গঙ্গা বা অন্য কোনও জায়গার মাটি। পরিবেশ কর্মীদের প্রশ্ন এই সব নির্দেশ প্রয়োগ করবে কে? এখানেই শেষ নয়। পরিবেশ নিধনে শহর থেকে জেলায় বুজিয়ে ফেলা হচ্ছে জলা জমি। কাটা হচ্ছে যথেচ্ছ পরিমাণে গাছও।