নিউজ ডেস্ক: এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়াতে একাধিক শূন্যপদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। সিনিয়র ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির বড় সুযোগ।
পদের নাম : •সিনিয়র অ্যাসিস্ট্যান্ট(ইলেক্ট্রনিক্স)
•সিনিয়র অ্যাসিস্ট্যান্ট(অ্যাকাউন্টস)
•জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস)
শূন্যপদ : •সিনিয়র অ্যাসিস্ট্যান্ট – ৯ টি
•সিনিয়র অ্যাসিস্ট্যান্ট – ৬ টি
•জুনিয়র অ্যাসিস্ট্যান্ট – ৩২ টি
শিক্ষাগত যোগ্যতা : সিনিয়র অ্যাসিস্ট্যান্ট(ইলেক্ট্রনিক্স)– •কেন্দ্র সরকার স্বীকৃত যে কোনও ডিমড বোর্ড / বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রনিক্স / টেলিকমিউনিকেশন / রেডিও ইঞ্জিনিয়ারিং ট্রেডে ডিপ্লোমা পাশ •সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট(অ্যাকাউন্টস) – •কেন্দ্র সরকার স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে বি.কম সহ ৩ থেকে ৬ মাসের কম্পিউটার কোর্স পাশ •সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট(ফায়ার সার্ভিস) – •অন্তত ৫০% নম্বর নিয়ে কেন্দ্র সরকার স্বীকৃত যে কোনও ডিমড বোর্ড / বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল / অটোমোবাইল / ফায়ার নিয়ে ডিপ্লোমা পাশ •মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৫০% নম্বর আবশ্যক •ভারী / মাঝারী ও হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স আবশ্যক
বয়স : ৩০.০৯.২০২২ তারিখ অনুযায়ী বয়সসীমা হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে
বেতন : সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের কর্মীদের বেতন ৩৬,০০০ টাকা প্রতি মাসে।জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের কর্মীদের বেতন ৩১,০০০ টাকা প্রতি মাসে।
আবেদনের পদ্ধতি : https://www.aai.aero/en/careers/recruitment ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে ফিলাপ করতে হবে আবেদনপত্র।
নিয়োগ পদ্ধতি : অনলাইন কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থী।
আবেদনের শেষ দিন : ১০ নভেম্বর, ২০২২
চাকরির বিষয়ে বিস্তারিত জানতে https://www.aai.aero/en/careers/recruitment এই ওয়েবসাইটে ভিজিট করুন।
Leave a Reply