BJP Protest in Assembly: মুলতুবি প্রস্তাব খারিজ হওয়ায় বিধানসভা ওয়াকউট বিজেপি বিধায়কদের

নিউজ ডেস্ক: বঙ্গবিজেপির অখিল-আক্রমণ অব্যাহত। আদিবাসী মহিলা রাষ্ট্রপতিকে আক্রমণের প্রতিবাদের আঁচে এবার উত্তপ্ত বিধানসভা। অখিল গিরির রাষ্ট্রপতিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে বিধানসভা মুলতুবির প্রস্তাব খারিজ হওয়ার পর, ওয়াকউট করল বিজেপি। আদিবাসীদের পাঞ্চি উত্তরীয় পরে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবি বুকে নিয়ে বিধান সভায় জমায়েত হন বিজেপি বিধায়করা। সেখানে পৌঁছেই তাঁরা মন্ত্রী অখিলকে পদ থেকে অপসারণের দাবি জানানোর পাশাপাশি, বিধানসভায় মুলতুবি প্রস্তাব জমা দেন। পরে সেই প্রস্তাব স্পিকার খারিজ করলেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান।

মুলতুবির প্রস্তাব খারিজ হতেই বেলা সাড়ে ১২টা নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চিৎকার করে স্লোগান দেওয়া শুরু করেন বিজেপি বিধায়করা। তখন তৃণমূলের মহিলা বিধায়করা এই চিৎকার করে স্লোগান দেওয়ার প্রতিবাদ করলে বিজেপি বিধায়করা অধিবেশনের প্রথমার্ধ শেষে স্লোগান দিতে দিতে বাইরে বেরিয়ে যান।

পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বিধানসভায় পৌঁছন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলে,“রাষ্ট্রপতি আমাদের গর্ব। ওনাকে নিয়ে কুমন্তব্য করা হয়েছে। যার প্রতিবাদেই আমরা মুলতুবি প্রস্তাব এনেছিলাম। যা খারিজ করে দেওয়া হল। কিন্তু আমাদের এই প্রতিবাদ কখনোই থামবে না। অখিলকে অবিলম্বে গ্রেফতার করা হোক।”

বিজেপি বিধায়কদের দাবি, রাজ্যের মন্ত্রী অখিল গিরি যেভাবে দেশের রাষ্ট্রপতিকে অপমান করেছেন তা নিন্দনীয়। অবিলম্বে মন্ত্রিসভা থেকে তাঁকে বরখাস্ত করতে হবে। অন্যদিকে অখিল গিরি বলেন, “গত কয়েকমাস ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমার সম্পর্কে যেভাবে কুৎসা করেছেন, আমার চেহারাকে নিয়ে নানা মন্তব্য করেছেন। মাননীয়া মুখ্যমন্ত্রী সম্পর্কেও মন্তব্য করেছেন, তাই উত্তেজনার বসে আমি এই ধরনের কথা বলে ফেলেছিলাম। তার জন্য আমি নিজে অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। তবে শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে অহেতুক বিষয়টি নিয়ে জল ঘোলা করছেন।”

এদিকে আবার, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অখিল গিরির কু-মন্তব্যের প্রতিবাদে কলেজ স্কোয়ারে রয়েছে বিজেপি মহিলা মোর্চার মিছিল। থাকবে পুলিশি নিরাপত্তাও। বিজেপি সূত্রে খবর, মিছিলে হাঁটার কথা আছে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়দের। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত যাবে বিজেপির মহিলা মোর্চার মিছিল। সেখানে পথসভা করবে বিজেপি নেতৃত্ব।