নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগেই শুরু হয়ে গেল জোটের সলতে পাকানো। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালী ঘাটের কার্যালয়ে গিয়েছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। সেখানেই এক ঘন্টারও বেশি সময় ধরে মমতার সঙ্গে তাঁর বৈঠক হয়। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোটের চেষ্টা শুরু হয়ে গেল।
নির্ধারিত সময়ে সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দ-সহ আরও ২ নেতাকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছে যান মুলায়মপুত্র। সন্ধে ৬টা ১০ নাগাদ বৈঠক শেষ করে বেরন তাঁরা। নীল চাদর দিয়ে অখিলেশ, কিরণময় নন্দদের স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পালটা অখিলেশ ‘দিদি’র জন্য উপহার স্বরূপ নিয়ে এসেছিলেন ক্রিমরঙের স্টিচ করা একটি চাদর। কালীঘাটের পার্টি অফিসে তাঁদের মধ্যে সৌজন্য বিনিময় হয়।
জানা গেছে, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূল এবং সমাজবাদী পার্টি একে অপরকে সমর্থন জুগিয়ে চলবে, এমনই কথা হয়েছে বলে সূত্রের খবর। যেসব রাজ্যে সমাজবাদী পার্টি লড়বে, সেখানে সংগঠন থাকলে তৃণমূল তাদের সমর্থন করবে। আবার ভিনরাজ্যে তৃণমূলের লড়াইয়ে মিলবে অখিলেশদের সমর্থন।
Leave a Reply