স্পোর্টস ডেস্ক: ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর কি এবার লিওনেল মেসি? সৌদি আরবের ক্লাবে খেলতে চলেছেন লিওনেল মেসি? সম্প্রতি এই প্রশ্নই এখন ঘুরছে বিশ্বের অধিকাংশ ফুটবল সমর্থকদের মধ্যে। রোনাল্ডোকে নিয়ে ইতিহাস তৈরি করেছে সৌদি আরবের ক্লাব আল নাসের। বিপুল বেতনে দলে নেওয়া হয়েছে রোনাল্ডোকে। সূত্রের খবর অনুযায়ী, লিওনেল মেসিকে দলে নিতে আসরে নেমেছে সৌদি আরবের দুই ক্লাব আল ইত্তেহাদ ও আল হিলাল।
জানা গিয়েছে, সৌদি প্রো লিগকে জনপ্রিয় করতে এবং আল নাসেরকে সব দিক থেকে টেক্কা দেওয়ার জন্যই মেসিকে আকাশছোঁয়া আর্থিক প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে। সূত্রের খবর, মেসিকে ৩০০ মিলিয়ন ইউরো বেতনের প্রস্তাব পেতে চলেছেন। ভারতীয় মুদ্রায় যা ৩০ কোটি ৮৬ লাখ ৩৭ হাজার টাকার কাছাকাছি।
স্প্যানিশ সংবাদ সূত্রের দাবি, দুই ক্লাব লিওনেল মেসিকে নেওয়ার জন্য তৎপর। আল-হিলাল এবং আল-ইত্তিহাদ। প্যারিস সাঁ জাঁর থেকে মেসিকে নিয়ে আসার জন্য সবরকম চেষ্টা করে যাচ্ছে এই দুই ক্লাব। অন্যদিকে, আবার বিশ্বজয়ী মেসিকে ধরে রাখতে চায় পিএসজি। যদিও নতুন চুক্তি শেষ না হলেও মেসি নিয়ে অনেকটাই তৎপর প্যারিস সাঁ জাঁর।
Leave a Reply