ইউ এন লাইভ নিউজ: ২৭ আগস্ট অর্থাৎ মঙ্গলবার ছাত্রসমাজ ‘নবান্ন’-এর সামনে বিক্ষোভের ডাক দিয়েছে। এই বিক্ষোভ মিছিলের কারণে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে নবান্নকে। ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ছাত্র সমাজের নবান্ন অভিযানে বিশৃঙ্খলা রুখতে কলকাতা জুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়ার সাতরাগাছিতেও কড়া নিরাপত্তা মোতায়েন করেছে পুলিশ। মঙ্গলবারের নবান্ন অভিযানে যাতে কোনওভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তার জন্য তৎপর পুলিশ প্রশাসন। হাওড়ার দিক থেকে নবান্নতে যাওয়ার যে রাস্তা রয়েছে, সেখানে লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছে। কোনওভাবে যাতে ব্যারিকেড পেরিয়ে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ সদস্যরা সামনে এগোতে না পারেন, সে বিষয়ে চলছে কড়া নজরদারি।
আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে গোটা দেশ জুড়ে বিক্ষোভ শুরু করেন চিকিৎসকরা। যার জেরে স্তব্ধ হয়ে যায় দিল্লি থেকে কলকাতার হাসপাতালের চিকিৎসা পরিষেবা। সম্প্রতি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে জুনিয়র ডাক্তাররা নিজেদের কর্ম বিরতি প্রত্যাহার করে নেন দেশের অন্যত্র। তবে কলকাতার জুনিয়র ডাক্তারদের তরফে কর্ম বিরতি চালিয়ে যাওয়ার কথা জানানো হয় স্পষ্টভাবে। নবান্ন অভিযানকে কেন্দ্র করে গোটা কলকাতা-সহ হাওড়াতেও কড়া নিরাপত্তা মোতায়েন করেছে পুলিশ।
Leave a Reply