ইউ এন লাইভ নিউজ: অভিনেতা তথা বিধায়ক সোহমের চক্রবর্তীর বিরুদ্ধে নিউটাউনের এক রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ ওঠে। এক সপ্তাহ কেটে গেলেও সেই ঘটনায় কোনও ব্যবস্থা নেয়নি নিউটাউন থানার পুলিশ। এবার সেই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সংশ্লিষ্ট রেস্তোরাঁর মালিক। বুধবার রেস্তোরাঁর মালিক আনিসুল রহমান নিরাপত্তা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। তাঁর দাবি, তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকির মুখে পড়তে হচ্ছে। তাই আদালত নিরাপত্তার ব্যবস্থা করুক। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। রেস্তরার মালিক আদালতে অভিযোগ করেছিলেন, অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশকে জানানোর পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পুলিশের তরফে।
টেকনো সিটি থানার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার আবেদন জানিয়েছিলেন রেস্তরাঁর মালিক। বিচারপতি অমৃতা সিনহা তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। অভিযোগ, ওই রেস্তোরাঁয় শুটিং করতে গিয়ে গাড়ি রাখা কে কেন্দ্র করে বিধায়কের সঙ্গে বচসা হয় মালিকের। কথাবার্তার মধ্যেই মালিককে চড় থাপ্পর মারেন বিধায়ক। থানায় অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। শুক্রবার মামলার শুনানি রয়েছে বলে খবর।
Leave a Reply