নিউজ ডেস্ক : তাওয়াং সেক্টরের উত্তেজনাকে কেন্দ্র করে ফের সরগরম সংসদ। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতির পর বুধবার বিরোধীদের তরফে এই ইস্যুতে আলোচনার দাবি জানানো হয়। কিন্তু লোকসভায় সেই দাবি খারিজ হতেই ওয়াক আউট করেন কংগ্রেস, তৃণমূলসহ ডিএমকে, এনসিপি-সহ অন্য বিরোধী দলের সাংসদরা।
বুধবার ১৭ টি বিরোধী দলের পূর্ব রণকৌশল অনুযায়ী, চিনের আগ্রাসী নীতিকে কীভাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মোকাবিলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে, তা জানতে চাওয়া হয়। এমনকি বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী এবং সরকারের অবস্থান নিয়েও আলোচনা করার দাবি জানানো হয়। কিন্তু রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সেই আবেদন নাকচ করেন।
এরপরই রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান জানিয়েছেন, অরুণাচল প্রদেশ এবং চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষ নিয়ে আলোচনার জন্য বিরোধীদের তরফে তিনি কোনও নোটিস পাননি। তাই বিরোধীদের দাবি মানা সম্ভব নয়। লোকসভায় বিরোধীদের দাবি খারিজ হতেই ওয়াক আউট করে কংগ্রেস, তৃণমূলসহ সমস্ত অ-বিজেপি দল।
আরও পড়ুন : তাওয়াং উত্তেজনা : তিন বাহিনীর শৌর্যেই পিছু হটল লাল ফৌজ