নিউজ ডেস্ক : ফের উত্তাল সংসদ। তাওয়াং সেক্টরে উত্তেজনার রেশ এখনও অব্যাহত শীতকালীন অধিবেশনে। চিন-ভারতের সেনাদের মধ্যে হওয়া সংঘর্ষ নিয়ে সরকারের তরফে আলোচনার দাবি জানানো হয় বিরোধীদের পক্ষ থেকে। কিন্তু তা নাকচ হতেই হই-হট্টগোল শুরু হয় সংসদে। এরপরই অধিবেশন বয়কট করেন বিরোধীরা।
তাওয়াং সেক্টরের উত্তেজনাকে কেন্দ্র করে প্রতিরক্ষামন্ত্রীর বিবৃতির পরেও আলোচনার দাবি জানানো হয়েছে। এর আগেও লোকসভায় সেই দাবি খারিজ হয়েছে। বৃহস্পতিবার ফের রাজ্যসভাতেও নাকচ হয়েছে তাওয়াং সেক্টরের উত্তেজনা সংক্রান্ত ইস্যুতে আলোচনার দাবি। এরপরই ওয়াক আউট করেন কংগ্রেস, তৃণমূলসহ ডিএমকে, এনসিপি-সহ অন্য বিরোধী দলের সাংসদরা।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে আগেই জানিয়েছেন, ‘আমাদের কোনও সৈন্য এই সংঘর্ষে মারা যায়নি এবং কেউ গুরুতর জখম হয়নি। ভারতীয় সামরিক কমান্ডারদের তৎপরতায় পিএলএ সৈন্যরা পিছু হটে। ঘটনার পরে এলাকার স্থানীয় কমান্ডার চিনা প্রতিপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। সীমান্তে শান্তি বজায় রাখতে বলা হয়েছে চিনকে।
আরও পড়ুন : সামরিক মেডেল পেলেন মার্কিন প্রেসিডেন্ট, কেন জানেন?
Leave a Reply