ইউ এন লাইভ নিউজ: দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বর্ষা প্রবেশ করলেও নেই স্বস্তির বৃষ্টি। প্যাচপ্যাচে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া। কলকাতার বেশ কিছু জায়গাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই প্রবেশ করেছে মৌসুমী বায়ু। বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। তবে বর্ষা প্রবেশ করলেও এখনই ভারী বর্ষণের কোনও পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। তবে চলতি মাসের শেষের দিকে বা আগামী মাসের শুরুতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত।
Leave a Reply