Cloud Sky

Weather Report: দক্ষিণবঙ্গের ৪ জেলায় বৃষ্টির আশঙ্কা থাকলেও, আকাশ পরিষ্কার কলকাতার

ইউ এন লাইভ নিউজ: গত সপ্তাহে একটানা বৃষ্টিতে ভিজেছে বাংলা। সেই এক টানা বৃষ্টি থেকে কয়েকদিন হল মুক্তি পেয়েছে দক্ষিণবঙ্গ। আসলে নিম্নচাপের প্রভাবেই বৃষ্টি হচ্ছিল। সেটা ঝাড়খণ্ডের দিকে সরে যেতেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে পশ্চিমবঙ্গের সর্বত্র। তবে এরই মাঝে ডিভিসি জল ছেড়ে দেওয়ায় বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে দক্ষিণের বেশ কিছু জেলায়। ভারী বৃষ্টি না হলেও হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায়। বৃহস্পতিবার বেশ পরিষ্কার থাকবে কলকাতার আকাশ। অবশ্য মাঝে মধ্যে একটু আধটু মেঘের দেখা পেতে পারে কলকাতাবাসী।

নিম্নচাপ সরে যাওয়ায় দক্ষিণের জেলাগুলিতে ভাদ্রের গরমের প্রভাব পড়তে দেখা যাচ্ছে। বৃষ্টি নেই বললেই চলে তবে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম বাঁকুড়া ও নদীয়া জেলায় বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃত্তি হলেও হতে পারে। অবশেষে উত্তরে বৃষ্টি থেমেছে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই বৃহস্পতিবার নেই। তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাগুলিতে। আজ দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি ও সর্বনিম্ন ২০ ডিগ্রি পর্যন্ত যেতে পারে। সুতরাং পর্যটকদের জন্য পরিবেশ মনোরম থাকবে বলা যেতেই পারে।