আবার গালওয়ানের মতো হামলার ছক কষছে চিন! আশঙ্কা বাড়াচ্ছে পিএলএর কার্যকলাপ

নিউজ ডেস্ক: আবার কি গালওয়ান হামলার মতো ছক কষছে পিএলএ? সম্প্রতি লাল ফৌজের কার্য কলাপ সন্দেহ বাড়িয়েছে। জানা গিয়েছে, লালফৌজ ২ হাজার ৬০০টি কাঁটা যুক্ত গদা কিনেছে। গালওয়ান হামলার সময় ভারতীয় সেনাবাহিনীর ওপর এই ধরনের কাঁটাযুক্ত গদা নিয়েই আক্রমণ করেছিল। সেই গদার তিনটি অংশ রয়েছে। ১.৮ মিটার লম্বা গদার সবচেয়ে উপরে স্টিলের কাঁটাযুক্ত ফোলা অংশ, এটিই শত্রুকে আঘাত করতে কাজে লাগে।

২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় মুখোমুখি হয় ভারত ও চিনের সোনা বাহিনী। দুপক্ষের সেনারাই লোহার রড-কাঁটাতার জড়ানো হাতিয়ার নিয়ে বেশ কয়েক ঘণ্টা লড়াই করে। রক্তক্ষয়ী সেই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। ১৯৭৫ সালে পর এই প্রথম প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রাণহানির ঘটনা ঘটে। সংঘর্ষের পরেই সীমান্তে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। অবশেষে পরিস্থিতি শান্ত করতে কয়েক দফা আলোচনায় বসে দুই দেশের সেনাবাহিনী। তবে তাতে আঁচ কিছুটা কমলেও উত্তেজনা কমেনি।

সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ বৈঠকে কূটনৈতিক সৌজন্যতা বজায় রেখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অস্বাভাবিক পরিস্থিতি নিয়ে চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাংকে কড়া বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।

About Somnath Adak

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *