Amit Shah: “মোদি ক্ষমতায় থাকলে এক ইঞ্চি জমিও দখল করতে পারবে না কেউ”, বিস্ফোরক শাহ

নিউজ ডেস্ক: ৯ ডিসেম্বর অরুণাচল সীমান্তে তাওয়াং সেক্টরে চিন-ভারত সংঘর্ষে সরগরম সংসদ চত্বর। মঙ্গলবার বিরোধীদের দাবি মেনে এই সংঘর্ষ বিষয়ে বিবৃতি পেশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যেই বক্তব্যে কংগ্রেস সাংসদরা অসন্তোষ প্রকাশ করে অধিবেশন ওয়াকআউট করে। এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন অমিত শাহ। তিনি বলেন,“আমি স্পষ্ট করে জানাতে চাই, যতক্ষণ পর্যন্ত মোদি সরকার ক্ষমতায় রয়েছে, কেউ আমাদের এক ইঞ্চি জমি দখল করতে পারবে না।”

কংগ্রেসের অধিবেশন ওয়াকআউট প্রসঙ্গে তিনি বলেন,“প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিবৃতি দেবেন এটা জেনেও কংগ্রেস প্রশ্নোত্তর পর্ব ভেস্তে দেয়। আমি নিজে ওই পর্বের তালিকা দেখেছি। সেখানে ৫ নম্বর প্রশ্নটি দেখেই বুঝতে পেরেছি কংগ্রেস কেন এমন করছে। কংগ্রেসের উদ্বেগ বুঝি। এক কংগ্রেস সাংসদ প্রশ্নটি করেছিলেন, আমাদের কাছে জবাবও তৈরি ছিল। কিন্তু ওঁরা অধিবেশনই ভেস্তে দিল।”

তিনি আরও বলেন, “প্রশ্নোত্তর পর্বের ৫ নম্বর প্রশ্নটা হল, কেন ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট-এর আওতায় রাজীব গান্ধী ফাউন্ডেশনের লাইসেন্স বাতিল করা হয়েছে? কংগ্রেস সাংসদরা যদি জানতে চাইত, তাহলে সংসদে আমি তার জবাব দিতাম। রাজীব গান্ধী ফাউন্ডেশন ২০০৫-২০০৭ নাগাদ চিনা দূতাবাস থেকে ১.৩৫ কোটি টাকার গ্রান্ট পেয়েছে। যা এফসিআরএ অনুযায়ী যথার্থ নয়। তাই নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রক রাজীব গান্ধী ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন খারিজ করে।”

সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে তিনি আরও বলেন, “সংঘাতে এক জন ভারতীয় সেনারও মৃত্যু অথবা গুরুতর আঘাত হয়নি। গত ৮ ও ৯ ডিসেম্বর রাতে ভারতীয় সেনাবাহিনী যে বীরত্ব দেখিয়েছে, তাকে আমি কুর্নিশ জানাই।”

About Saswata Das

Check Also

BCCI

BCCI: গম্ভীর নয়! ভারতীয় দলের কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা যাবে ভিভিএস?

ইউ এন লাইভ নিউজ: একইসঙ্গে দু’জন হেড কোচ? বিসিসিআই তাদের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে নানাবিধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *