নীতি আয়োগের বৈঠকে থাকছেন না মমতা সহ আট মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক: দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক। মমতা ব্যানার্জি আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি এই বৈঠকে থাকতে পারবেন না। স্বাস্থ্যের কারণে উপস্থিত থাকতে পারছেন না রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। উপস্থিত থাকছেন না কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তবে কারণ জানাননি তিনি। আসলে বয়কটের পথে হাঁটছেন অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। আম আদমি পার্টির দুই মুখ্যমন্ত্রী, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের ভগবন্ত মানও শুক্রবার নীতি আয়োগের বৈঠক ‘বয়কট’ করার কথা জানান। এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদিকে চিঠিও লেখেন কেজরি।

শনিবার সকালে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার এবং তেলঙ্গনার মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতি–র প্রধান কে চন্দ্রশেখর রাও জানান, তাঁরাও থাকতে পারছেন না বৈঠকে। 

সূত্রের খবর, নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। প্রসঙ্গত, দিল্লিতে নরেন্দ্র মোদি সরকারের জারি করা বিতর্কিত অর্ডিন্যান্স ঘিরে বিরোধীরা সোচ্চার হয়েছে। এরই প্রতিবাদে নীতি আয়োগের বৈঠক ‘‌বয়কট’‌ করছেন অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের মত।