নিউজ ডেস্ক: অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ করে কর্মী গেলেন আত্মীয়র বিয়েতে। তাই বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ফলে রান্নাও হল না। আর সেই কারণেই খাবার পেলেন না এলাকার গর্ভবতী মায়েরা ও শিশুরা। খাবার নিতে এসেও ফিরে যেতে হল তাদের। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুর্ব বর্ধমানের কাটোয়া ২ নম্বর ব্লকের মালঞ্চ গ্রামের অধিবাসীরা।
গ্রামবাসীদের বক্তব্য, গ্রামে একটি মাত্র অঙ্গনওয়ারি সেন্টার। সেখানেও পড়াশোনা হয় না। তারওপর সহায়িকার আত্মীয়র বিয়েতে সেন্টার বন্ধ থাকায় ছোট ছোট ছেলে-মেয়েরা খেতেও পেলনা না। এলাকাবাসীদের অভিযোগ, আগে থেকে কিছু না জানিয়ে সেন্টার বন্ধ রাখা হয়েছে।
গ্রামবাসীদের এই অভিযোগ স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত ওই অঙ্গনওয়াড়ির কর্মী। তিনি জানান, একা সেন্টার চালান। কোনও ছুটি পান না। আত্মীয়র বিয়ে তাই তিনি ছুটি নিয়েছেন। অবশ্য ছুটি নিলেও আগে থেকেই তিনি খাবার দিয়ে দিয়েছেন।
এই সমস্যা মেটাতে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে একজন কর্মী নিয়োগের দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি গৌতম রায়। সহায়িকা ছুটিতে যাওয়ায় অঙ্গনওয়ারি কেন্দ্র বন্ধ থাকার বিষয়ে খোঁজ নিচ্ছেন বলে জানিয়েছেন কাটোয়ার মহকুমা শাসক অর্চনা পি ওয়াংখেড়ে।