Bus Service

Bus Service In West Bengal: পুরোনো বাসের মেকওভারের নির্দেশ পরিবহনমন্ত্রীর সঙ্গে নামবে আরও ২০০ টি বাস

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: বাস হল পশ্চিমবঙ্গের এক প্রধান পরিবহন পরিষেবা। প্রতিদিনই বহু মানুষ বাসে যাতায়াত করেন। সেই দিক থেকে থেকে দেখতে গেলে গণপরিবহণের অন্যতম স্তম্ভ বাস পরিষেবা। তবে অনেক সময় বাসের অপ্রতুলতার অভিযোগ যেমন ওঠে, তেমনই বাসের স্বাস্থ্য নিয়েও অভিযোগ তোলেন যাত্রীরা। কখনও বাসের সিট হয়ত আরামদায়ক থাকে না, কখনও হয়তো বা ছেঁড়া সিটে বসেই যাত্রা করতে হয় যাত্রীদের। আবার কোনও বাসের জানলার কাঁচ হয়ত ভাঙা থাকে, কিংবা কোনও বাসের জানলা খোলার ক্ষেত্রে হয়ত সমস্যা রয়েছে। এবার এই সমস্ত বাসের স্বাস্থ্য উন্নয়নেই জোর দিল পরিবহণ দফতর। একইসঙ্গে কেনা হচ্ছে নয়া বাসও।

পরিবহন মন্ত্রী সূত্রে খবর ২৫০ থেকে ৩০০ টি বাস কেনার হয়েছে এবং তা খুব তাড়াতাড়িই পরিবহনের জন্য চালু হয়ে যাবে। তিনি আরও জানান ‘যে সমস্ত বাসের সিটে সমস্যা রয়েছে, বা রঙ চটে গিয়েছে সেগুলিকে মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আড়াইশো-পৌনে তিনশোর মতো নতুন বাস কেনার অর্ডার দিয়েছি। তার মধ্যে কিছু সিএনজি আছে, কিছু ইলেকট্রিক আছে, কিছু জিডেলও আছে। আবার ই ভেহিক্যাল, ১১৮০-টা বাসের জন্য একটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলাম ১ বছর আগে। কিন্তু সেটা দিল্লিতে একটা মামলা হয়েছে বলে সমস্যা হয়ে গেল। না হলে ওটা ২ বছের মধ্যে ১০০০-১১০০ বাস দিয়ে দিত।’

অন্যদিকে, আগামীদিনে অনলাইনে বাসের ভাড়া মেটানোর সুবিধা চালু করারও ইঙ্গিত দেন পরিবহণমন্ত্রী। তিনি জানান, কিছু জায়গায় অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা আছে। বিশেষত দূরপাল্লার বাসে অনলাইন সিস্টেম আছে। আর এবার নিত্যযাত্রায় কন্ডাক্টরদের ক্ষেত্রেও এই ব্যবস্থা রাখার ভাবনাচিন্তা তাঁদের আছে বলে জানান মন্ত্রী। এক্ষেত্রে নতুন বাসগুলি রাস্তায় নেমে গেলেই এই ব্যবস্থা চালু করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।