Pakistan Blast

Pakistan Blast: ফের বিস্ফোরণ পাকিস্তানে, বাড়ছে মৃতের সংখ্যাও

ইউ এন লাইভ নিউজ ডেস্ক: ফের আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত পাকিস্তান। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত নিহত ৫০ ছাড়িয়েছে। গুরুতর জখম আরও ৫০ জন। এই হামলায় মৃতের সংখ্যা শতাধিক হতে পারে বলে আশঙ্কা পাক প্রশাসনের। শুক্রবার বালুচিস্তানের মাশতুং জেলায় একটি মসজিদের কাছে ধর্মীয় সমাবেশে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। পয়গম্বর মহম্মদের জন্মদিন উপল্যক্ষে সেখানে অনেকে জমায়েত করেছিলেন। মাশতুংয়ের অ্যাসিস্ট্যান্ট কমিশনার আত্তা উল মুনিম জানিয়েছেন, বিস্ফোরণের ভয়াবহতা ছিল মারাত্মক।

জেলা প্রশাসন সূত্রে খবর, বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন পুলিশের DSP পদমর্যাদার এক আফিসার। তার নাম নওয়াজ গাশকোরি। ভিড় নিয়ন্ত্রণের জন্য সেখানে মোতায়েন ছিলেন তিনি। সংবাদ সংস্থা রয়টার্স-র দাবি, DSP-র গাড়ির কাছেই বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। উল্লেখ্য বালুচিস্তানের এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেনি কোনও সন্ত্রাসবাদী সংগঠন। পাকিস্তানের এই প্রদেশে প্রায়ই হামলা চালায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা TTP জঙ্গিরা। তবে বিবৃতি দিয়ে এদিনের হামলায় হাত থাকার কথা অস্বীকার করেছে তারা।

চলতি মাসে এই নিয়ে মাশতুং জেলায় দ্বিতীয় বড় হামলার ঘটনা ঘটল। সেপ্টেম্বরের গোড়ায় বিস্ফোরণে প্রাণ হারান জামিয়াত-ই-ইসলাম ফজল নেতা হাফিজ হামদুল্লা। একটি সভায় ভাষণ দেওয়ার সময় আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় প্রাণ হারান বেশ কয়েকজন। তবে এবছর এখনও পর্যন্ত সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে। জানুয়ারির একেবারে শেষ দিনে সেখানকার রেড জোনের মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। যার জেরে ভেঙে পড়ে মসজিদের দেওয়াল ও সিলিং। যাতে চাপা পড়ে প্রাণ হারান বহু মানুষ। সেবারের হামলায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছিল।