ইউ এন লাইভ নিউজ: পার্কস্ট্রিট ও অ্যাক্রপলিস মলের পর এবার ৫ গার্স্টিন প্লেসে ভয়াবহ আগুন! শনিবার ভোর ৪টে নাগাদ ঘটল এই মারাত্মক দুর্ঘটনা। ৫ নম্বর গার্স্টিন স্ট্রিটে ব্যাঙ্কশাল কোর্টের পাশে একটি পুরনো বাড়িতে আগুন লাগে বলে জানা গিয়েছে। ধোঁয়া উঠতে দেখে দমকলে খবর দেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৪ টি ইঞ্জিন। আগুনের লেলিহান শিক্ষা এতটাই তীব্র ছিল যে,আগুন নেভাতে কালঘাম ছুটেছে দমকল কর্মীদের।
দমকলের ৬ টি ইঞ্জিনের ৫ ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। এখনও বেশ কিছু পকেট ফায়ার রয়েছে বলে জানিয়েছে দমকল কর্মীরা। সেই পকেট ফায়ার গুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে দাবি করছে দমকল কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত হেয়ার স্ট্রিট থানার পুলিশও। স্থানীয় সূত্রে খবর, বাড়িটিতে প্রায় ২৫টি পরিবার থাকত। আগুন লাগার পর তাদের বের করে আনা হয়। ওই বাড়িতে এক আইনজীবীদের চেম্বারও ছিল বলে জানা গিয়েছে। বাড়ির উপরের তলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। সিলিন্ডার ফাটার শব্দও পাওয়া যায় বলে স্থানীয় সূত্রে খবর।
দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, এসি থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে। তিনতলার একটি এসি ইউনিট থেকে আগুন লেগেছে বলে দমকল আধিকারিকদের অনুমান। শনিবার, ছুটির দিনে কীভাবে এসি চলছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রে খবর, ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠকের আদি বাড়ি এটি। অফিস হিসাবেও ভাড়া দেওয়া হত বলে জানা গিয়েছে। ফাঁকা বাড়িতে কীভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত করছে পুলিশ।