সাইবার নিরাপত্তায় নয়া উদ্যোগ ডঃ বি.সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের

Another-New-Academia-Industry-Collaboration-of-BCREC-on-Cyber-Security-656577

#BCREC #CyberSecurity

সাইবার নিরাপত্তায় নয়া উদ্যোগ ডঃ বি.সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজের

নিউজ ডেস্ক: দিন দিন বেড়েই চলেছে সাইবার ক্রাইমের ঘটনা। সেই কথা মাথায় রেখেই নয়া উদ্যোগ নিল দুর্গাপুরের ডঃ বি.সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ। শিল্প -প্রশাসনিক ক্ষেত্রে সাইবার অপরাধ রুখতে ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সেই মর্মে বিশেষ চুক্তি স্বাক্ষর হল ISOAH ডেটা সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে। ISOAH ডেটা সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করলেন ।

ড. বি.সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ সোসাইটির সাধারণ সম্পাদক শ্রী তরুণ ভট্টাচার্য এবং পরিচালক সন্দীপ সেনগুপ্ত। সেখানে ISOAH ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা BCREC-এর অধ্যক্ষ ড. সঞ্জয় এস পাওয়ার এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য,ভারত সরকারের নতুন শিক্ষা নীতি অনুসারে সমাজের সমস্যা সমাধানের জন্য একাডেমিয়া ইন্ডাস্ট্রি কোলাবরেশনের উপর জোর দেওয়া হয়েছে। সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ।NASSCOM-এর রিপোর্ট অনুসারে, ভারতে যেভাবে সাইবার অপরাধ বেড়ে চলেছে তাতে ২৫ লক্ষ সাইবার বিশেষজ্ঞের প্রয়োজন। সেখানে ভারতে রয়েছে মাত্র ২ লক্ষ বিশেষজ্ঞ।

ISOAH হল একটি CERT – IN তালিকাভুক্ত অডিটর,যেখানে প্রশিক্ষণ দেওয়া হয় সাইবার নিরাপত্তার বিষয়ে। লালবাজার, CID, টাটা স্টিল, CRPF এবং বাণিজ্যিক কর বিভাগ ইত্যাদির পুলিশ অফিসারদেরও প্রশিক্ষণ দিয়ে থাকে এই সংস্থাটি।

প্রথম পর্যায়ে কলেজের প্রতিটি সেমিস্টারে ২০০ ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীকে প্রশিক্ষণ দেবে।দ্বিতীয় পর্যায়ে আয়োজন করা হবে সিকিউরিটি ইভেন্টের।

ড. বি.সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য জানান, শিল্প এবং প্রশাসনিক ক্ষেত্রে সাইবার নিরাপত্তার কথা মাথায় রেখেই এই প্রশিক্ষণের কথা ভাবা হয়েছে।যা শুধু দুর্গাপুরেই সীমাবদ্ধ থাকবে না,দুর্গাপুরের গন্ডি পেরিয়ে পৌঁছে যাবে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে।