নিউজ ডেস্ক : দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। আগামী সপ্তাহে ফের হাওয়া বদলের সম্ভবনা। তার আগে পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে। তবে জমিয় ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই আপাতত।
কলকাতায় সোমবার তাপমাত্রা ১৬ ঘরে। শনিবার শীতের আমেজ ফিরলেও জাঁকিয়ে শীত আসতে দেরি আছে এখনও। তাই কলকাতা সহ জেলায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি ঘোরাফেরা করছে। তবে ভোর ও সন্ধ্যায় হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে সব জায়গায়। কিন্তু তুলনামূলক ভাবে জেলায় শীতের আমেজ কিছুটা বেশি অনুভব করা যাচ্ছে।
সোমবার কলকাতায়র আকাশ সম্পূর্ন পরিষ্কার আছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকই রয়েছে। সন্ধ্যা ও রাতে দিকে শীতের আমেজ বাড়বার সম্ভবনা আছে।
অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া ও তাপমাত্রা স্বাভাবিক আছে সোমবার। পাশাপাশি দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে উত্তুরে হওয়া বইবে অবাধে। আগামী দু-তিন শীতের আমেজ বজায় থাকবে জায়গায় জায়গায়।
কোন জেলায় কেমন তাপমাত্রা?
- আসানসোল- ১০.৬ ডিগ্রি সেলসিয়াস
- বহরমপুর- ১২ ডিগ্রি সেলসিয়াস
- বাঁকুড়া- ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস
- বিষ্ণুপুর- ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস
- বর্ধমান- ১২.৮ ডিগ্রি সেলসিয়াস
- কোচবিহার- ১২.৩ ডিগ্রি সেলসিয়াস
- দার্জিলিং- ৮ ডিগ্রি সেলসিয়াস
- ডায়মন্ড হারবার- ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস
- দীঘা- ১৫ ডিগ্রি সেলসিয়াস
- জলপাইগুড়ি- ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস
- কালিম্পং- ১১.৫ ডিগ্রি সেলসিয়াস
- দমদম- ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস
- হাওড়া- ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস
- সল্টলেক- ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস
- কৃষ্ণনগর- ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস
- মালদা- ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস
- শিলিগুড়ি- ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস
- শ্রীনিকেতন- ১১.৭ ডিগ্রি সেলসিয়াস
- সুন্দরবন- ১৭ ডিগ্রি সেলসিয়াস
অন্যদিকে সোমবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরফলে উত্তুরে হাওয়ার প্রভাব কমতে পারে। রবিবার যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল দক্ষিণ আন্দামান সাগরে সেই ঘূর্ণাবর্ত সোমবার নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।এটি পূর্ব বাঙ্গোপসাগর থেকে পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার থেকে আরও শক্তি বাড়বে বলে জানা যাচ্ছে আপাতত। এরপর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণাবর্ত। এর অভিমুখ থাকবে তামিলনাড়ু -পন্ডিচেরি উপকূলের দিকে।
এছাড়াও নিম্নচাপের প্রভাব পড়বে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায়ও। তবে দক্ষিণ ভারত অভিমুখী হওয়ায় তেমন প্রভাব পড়বে না বাংলায়। কিন্তু নিম্নচাপের জেরে শ্রীলংকা উপকূল এবং দক্ষিণ ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে কর্ণাটক ও তামিলনাড়ুতে। দক্ষিণ বঙ্গোপসাগরে ৬০-৭০ কিমি প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহষ্পতিবার ও শুক্রবার নাগাদ তামিলনাড়ু, পন্ডিচেরি উপকূলে ৭০কিমি বেগে হাওয়া বইবে। তাই মৎস্যজীবীদের আন্দামান অনিকোবর দ্বীপপুঞ্জে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন : সিঙ্গুর আন্দোলনের ১৬ বছর পার, স্মৃতিচারণ মুখ্যমন্ত্রীর
Leave a Reply