নিউজ ডেস্ক: গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে বৃহস্পতিবার সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শুক্রবারই তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। প্রশ্ন উঠছে, সায়গলের পর এবার কি অনুব্রতকেও জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে যাবে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা?
অনুব্রত মণ্ডলকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই। তারপর থেকেই তিনি আসানসোল সংশোধনাগারে বন্দি রয়েছেন। অনুব্রতর আইনজীবীরা বার বার তাঁর জামিনের জন্য আবেদন করেন। কিন্তু তাঁর জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী।
বৃহস্পতিবার টানা সাড়ে পাঁচ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডি আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেন। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় ইডির অফিসারদের সহযোগিতা করেননি অনুব্রত। সব প্রশ্নের উত্তরেই অনুব্রত জানিয়েছেন, সব উত্তর তাঁর চ্যাটার্ড অ্যাকাউনটেন্ট মণীশ কোঠারি জানে।
আরও পড়ুন: শুভেন্দুকে শোকজ শিশু সুরক্ষা কমিশনের
এর পরেই অনুব্রতকে গ্রেফতার করে ইডি। অনুব্রত আপাতত আসানসোল জেলেই থাকবেন। তাঁকে গ্রেফতারের বিষয়টি আগামীকাল দিল্লির রাউলস অ্যাভিনিউ কোর্টে জানাবে ইডি। তারপরে ইডি তাঁকে হেফাজতে চাইতে পারে বলে মনে করা হচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে অনুব্রতকে ইডির গ্রেফতারির প্রসঙ্গে তৃণমূলের একাংশের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। পঞ্চায়েত ভোটের আগে তারা অনুব্রতকে বাংলা ছাড়া করতে চাইছে।
Leave a Reply