অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করল ইডি

নিউজ ডেস্ক: গরু পাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। বৃহস্পতিবারই তাকে গ্রেফতার করে ইডি আধিকারিকরা। ইডির তদন্তকারী অফিসাররা বৃহস্পতিবারই জানিয়েছিলেন শুক্রবার আদালতে তোলা হবে তাঁকে। ইডি সূত্রের খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন করা হয়েছে। এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ অনুব্রতর নাম না করেই এদিন কটাক্ষ করে বলেন, দিল্লি গেলেই টের পাবেন ওখানকার রুটি আর চা কেমন।

অনুব্রত মণ্ডলকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই। তারপর থেকেই তিনি আসানসোল সংশোধনাগারে বন্দি রয়েছেন। অনুব্রতর আইনজীবীরা বার বার তাঁর জামিনের জন্য আবেদন করেন। কিন্তু তাঁর জামিনের বিরোধিতা করে সিবিআইয়ের আইনজীবী।

আরও পড়ুন: শপথ নেওয়ার আগেই বিতর্ক উস্কে দিলেন ভাবী রাজ্যপাল

বৃহস্পতিবার টানা সাড়ে পাঁচ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডি আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেন। তদন্তকারীদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় ইডির অফিসারদের সহযোগিতা করেননি অনুব্রত। সব প্রশ্নের উত্তরেই অনুব্রত জানিয়েছেন, সব উত্তর তাঁর চ্যাটার্ড অ্যাকাউনটেন্ট মণীশ কোঠারি জানে।