৩ এপ্রিল পর্যন্ত অনুব্রতর ঠিকানা তিহার জেল, জামিনের আবেদনই জানালেন না তার আইনজীবী

নিউজ ডেস্ক: অবশেষে তিহার যাত্রা গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের। মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। তারপরেই বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে তিহার জেলে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। গরু পাচার মামলায় এনামুল হক, সায়গল হোসেনরাও রয়েছেন তিহার জেলেই। অনুব্রত অসুস্থ থাকায় তাকে মেডিক্যাল সেলে রাখা হতে পারে বলে জানা গেছে। পরবর্তী শুনানি ৩ এপ্রিল।

মঙ্গলবার সকাল থেকেই অনুব্রতকে আদালতে পেশের প্রক্রিয়া শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। দিল্লির ইডি দফতর থেকে তাঁকে বের করে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় আরএমএল হাসপাতালে। সেখান থেকে ফের ইডি কার্যালয়ে নিয়ে আসা হয়। ডেপুটি ডিরেক্টরের তত্বাবধানে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ চলে। এরপর দুপুর তিনটে নাগাদ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে হাজির করা হয় অনুব্রত মণ্ডলকে। সেখানেই তাঁর সঙ্গে চারটি ব্যাগ দেখা গেল। তিনি আদালতে ঢুকতে ঢুকতেই জানান, মাস্ক-নিবুলাইজার সব ব্যাগে আছে। সব দেখে যেন আদালত সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, এদিন অনুব্রতর জামিনের আবেদন জানাননি তাঁর আইনজীবীরা। ইডি অনুব্রতর জেল হাফাজতের আবেদন জানায়। বিচারক দু-একটি পিরশ্ন করেন অনুব্রতকে। বিচারক তাঁর জন্মদিন কবে জানতে চান। অনুব্রত বলেন, অঘ্রানে তাঁর জন্ম। এরপরেই বিচারক তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।