জেল হেফাজতের মেয়াদ বাড়ল সুকন্যার, ১২ জুলাই পর্যন্ত থাকতে হবে জেলেই

নিউজ ডেস্ক: জেল হেফাজতের মেয়াদ বাড়ল অনুব্রত কন্যার। সুকন্যাকে ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের। একই সঙ্গে মণীশ কোঠারীর জেল হেফাজতের মেয়াদ বাড়াল কোর্ট। আগামী দুমাস তিহাড় জেলেই থাকতে হবে মণীশ-সুকন্যাকে। এই মামলার পরবর্তী শুনানি হতে পারে ২৬ মে।

২৬ এপ্রিল দিল্লির ইডির সদর দফতরে দিনভর জিজ্ঞাসাবাদের পর সুকন্যাকে গ্রেফতার করে ইডি। তিন দিন তাঁকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে। তার পর থেকে সুকন্যা তিহাড় জেলে। ইতিমধ্যে ইডি অনুব্রতের পাশাপাশি সুকন্যার বিরুদ্ধেও চার্জশিট দায়ের করেছে। সুকন্যার তরফে জামিনের আর্জিতে বলা হয়েছে, ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বিরুদ্ধে চার্জশিট দায়ের করেছে। তা হলে আর কেন সুকন্যাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হবে? সুকন্যার বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে বলেও জামিনের আর্জিতে জানানো হয়েছে।

ইডি সূত্রে খবর, অনুব্রতর যাবতীয় ব্যবসা গরু পাচার থেকে আয়ের কালো টাকা দেখাশোনা করতেন সুকন্যা। সুকন্যা নিজে দাবি করেছেন, তিনি শুধু ব্যাঙ্কের নথি, চেকবুকে সই করে দিতেন। তাঁর অ্যাকাউন্টে নগদ টাকা জমা হওয়ার বিষয়েও তাঁর কিছু জানা ছিল না। কিন্তু অনুব্রত, মণীশ কোঠারি দু’জনেই জানিয়েছেন, সুকন্যা ব্যবসায়িক লেনদেন, ব্যাঙ্কের লেনদেন দেখাশোনা করতেন।