নিউজ ডেস্ক: বুধবার একদিকে যখন হাইকোর্টে স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল অন্যদিকে এদিনই সম্পত্তি এবং টাকা পয়সার হিসেব নিয়ে সিবিআই দফতরে হাজির হলেন কেষ্টর মেয়ে সুকন্যা।
গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। শারীরিক অসুস্ততার কারণ দেখিয়ে তাঁর আইনজীবীরা একাধিকবার জামিনের আবেদন করেন। তবে প্রত্যেকবারই তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়।
শুধু গরু পাচার কাণ্ডই নয়, জমি দখল, তোলাবাজি থেকে শুরু করে বোলপুর পুরসভায় টাকা নিয়ে বিল্ডিং প্ল্যান পাশ করানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও টাকা নেওয়ার ঘটনার উপযুক্ত নথির অভবে একটি মামলা খারিজ করে দিল কলকাতা হাউকোর্টের ডিভিশন বেঞ্জ।
এদিন আদালতের পর্যবেক্ষণ, প্রয়োজনীয় নথির জন্য পুরসভার চেয়ারপার্সনের কাছে আবেদন জানাতে পারেন মামলাকারী। আর মামলাকারী আবেদন করলে বোলপুর পুরসভার চেয়ারপার্সন নথি দেবেন। তারপর প্রয়োজন হলে আবারও আদালতের দ্বারস্থ হতে পারেন মামলাকারী।
হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি চলছিল। বুধবার আদালত জানিয়েছে, মামলার পক্ষে এই মুহূর্তে পর্যাপ্ত নথি নেই।
অন্যদিকে, এদিনই মুখ বন্ধ খামে নিজের সব সম্পত্তির হিসেব দিয়েছেন অনুব্রত কন্যা। তাঁর নামে থাকা সম্পত্তি, টাকা এবং গত ৫ বছরের আয়করের হিসেবও জমা দিয়েছেন তিনি।
অনেকদিন আগে থেকেই সুকন্যার সম্পত্তি এবং টাকা পয়সার ওপর নজর ছিল সিবিআইয়ের। কেন্দ্রীয় গোয়েন্দারা এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদও করেন। তবে তিনি তখন সদুত্তর দিতে পারেননি। এবার সেই সংক্রান্ত নথি দিলেন কেন্দ্রীয় গোয়েন্দাদের।
Leave a Reply