নিউজ ডেস্ক: গরু পাচার মামলায় এবারও জামিন হল না অনুব্রতর। শুক্রবার সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হলে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন আসানসোল আদালতের বিচারক। ৯ ডিসেম্বর পর্যন্ত তিনি জেলে থাকবেন। ওইদিন ফের তাঁকে আদালতে পেশ করা হবে।
অন্যদিকে, এদিন দিল্লি হাইকোর্টে অনুব্রতর আর একটি মামলার শুনানি ছিল। ওখানেই ঠিক হওয়ার কথা ছিল অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে, ইডি হেফাজতে রেখে অনুব্রতকে জেরা করা হবে কিনা। কিন্তু দিল্লিতে অনুব্রত মামলার শুনানি এদিনও পিছিয়ে গিয়েছে। ১ লা ডিসেম্বর অনুব্রত মামলার শুনানি হবে। ফলে এখনই দিল্লি যেতে হচ্ছে না অনুব্রতকে।
গরু পাচার মামলায় আগেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত। তারপর থেকে তিনি আসানসোল সংশোধনাগারে বন্দি ছিলেন। সম্প্রতি আবার তাঁকে ইডি আধিকারিকরা গ্রেফতার করে। তদন্তের স্বার্থে তাঁকে দিল্লি নিয়ে গিয়ে, নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন ইডি আধিকারিকরা। এদিন সেই মামলারই শুনানি ছিল দিল্লি আদালতে।
আরও পড়ুন: সিএএ নিয়ে সুর চড়ালেন মমতা, পাল্টা তোপ শুভেন্দুর
গরু পাচার এবং লটারি কাণ্ডে অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। দেহরক্ষী সায়গল হোসেন ইডি হেফাজতে রয়েছে। অনুব্রতর মুখোমুখি বসিয়ে সায়গলকে জেরা করার সম্ভাবনা রয়েছে ইডির। তবে অনুব্রতর যা শারীরিক অবস্থা তাতে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া সম্ভব কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারীরা।
Leave a Reply