আপাতত স্বস্তিতে কেষ্ট, এখুনি দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি

নিউজ ডেস্ক: আপাতত স্বস্তিতে কেষ্ট। এখনই দিল্লি যেতে হচ্ছে না অনুব্রতকে। পুরনো এক মামলায় তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে দুবরাজপুর আদালত। আইন অনুয়ায়ী তাঁকে দুবরাজপুর থানায় পুলিশ হেফাজতেই থাকতে হবে। চলতি মাসের ২৭ তারিখ ফের তাঁকে আদালতে তোলা হবে। ফলে এর মধ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁকে জেরা করার জন্য দিল্লিতে নিয়ে যেতে পারবে না।

গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে সোমবারই দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি পেয়েছিল ইডি। তারপরেই তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুর হয়। তবে মঙ্গলবার অন্য একটি মামলায় রাজ্য পুলিশ অনুব্রতকে অভিযুক্ত করে দুবরাজপুর আদালতে পেশ করে। সেই মামলাতেই তাঁর সাতদিনের পুলিস হেফাজত হয়েছে।

বেশ কয়েক বছর আগে এক সভা থেকে পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার কয়েকদিন পরেই এক পুলিশ কর্মী খুন হন। সেই মামলাতে অনুব্রত সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। তখন অনুব্রত সহ চারজনকে আদালত বেকসুর খালাস করে দিয়েছিল। কিন্তু সোমবার ফের নতুন করে দুবরাজপুর থানায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই এইআইআর-এর ভিত্তিতেই অনুব্রতকে দুবরাজপুরে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার পরেই পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের রায় অনুব্রত মণ্ডলের বিপক্ষে যেতেই কৌশলী পদক্ষেপ হিসেবে নতুন করে কেষ্টর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুরোটাই বীরভূমের তৃণমূল জেলা সভাপতির দিল্লি যাত্রা আটকানোর ছক।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *