চাকরি যেতে পারে সুকন্যা-সহ কেষ্টর আত্মীয়দের?

নিউজ ডেস্ক- বীরভূমে একটা কথা প্রচলিত ছিল যে রাখে কেষ্ট মারে কে! এখন সেই কেষ্টই প্রবল চাপে। প্রতিদিনই বেরিয়ে আসছে চাঞ্চল্য কর তথ্য। বলা ভালো পরতে পরতে চমক। এখন শুধু কেষ্ট নয় কেষ্ট কন্যা সুকন্যাও রয়েছেন বেশ চাপে। তাঁর নামে কোটি কোটি টাকার সম্পত্তি। বুধবার অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে জেরা করতে তাঁর বোলপুরের বাড়িতে যান সিবিআইয়ের গোয়েন্দারা।

কিন্তু সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন সুকন্যা। এর পরেই উঠে আসে আরেকটি চাঞ্চল্যকর খবর। সুকন্যা টেট পাশ না করেই বহাল তবিয়তে প্রাইমারি শিক্ষকের চাকরি করে চলেছেন। আরও বিস্ময়কর হলো, স্কুলে না গিয়েও মাইনে নিয়ে গেছেন!

কলকাতা হাইকোর্টে হলফনামা অতিরিক্ত হলফনামা দিয়ে আইনজীবী ফিরদৌস শামিম বিষয়টির উল্লেখ করেন। এর পর বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বৃহস্পতিবার হাইকোর্টে সুকন্যাকে হাজির হতে নির্দেশ দেন।

শুধু সুকন্যাই নন, তিনি যে স্কুলের দিদিমণি সেই বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে। হাই কোর্টে আইনজীবী ফিরদৌস বলেন, ‘‘স্কুলের রেজিস্টার খাতা অনুব্রতের বাড়িতে নিয়ে গিয়ে তাঁর মেয়ের হাজিরা নিয়ে আসতেন এক জন।’’

শুধু সুকন্যাই নন, অনুব্রতের আরও পাঁচ জন ঘনিষ্ঠ এবং আত্মীয় চাকরি পেয়েছেন বলেও অভিযোগ জানান ফিরদৌস। তাঁরা কেউই টেট পাশ করেননি। এঁদের সকলকেই বৃহস্পতিবার তলব করেছে আদালত।

এর পাশাপাশি গরুপাচারকাণ্ডের তদন্তে অনুব্রত মণ্ডল ও তাঁর আত্মীয়দের বিপুল ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করল সিবিআই। বুধবার সিবিআই সূত্রে জানা গিয়েছে, ১৬ কোটি ৯৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা।