Partha Chatterjee

Partha Chatterjee: জামিনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে আর্জি পার্থর, সব পক্ষতেই নোটিস জারি সুপ্রিম কোর্টের

ইউ এন লাইভ নিউজ: একে একে জামিন পাচ্ছে অনেকেই। অনুব্রত থেকে শুরু করে মানিক জামিন পেয়েছেন অনেকেই। কিন্তু এখনই জামিন পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়। এরই মাঝে আবার সিবিআই তাঁকে গ্রেফতারের তোরজোর করছে। এই পরিস্থিতিতে আগে থেকে জামিনের আর্জি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট সব পক্ষতেই নোটিস জারি করেছে। তার পরেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি অনুব্রত মণ্ডলের পরে এবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আসন্ন। এতোদিন ধরে জেলে থেকেও তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তেমন কোনও অভিযোগের প্রমাণ দিতে পারেনি ইডি। এমনই দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।

ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানিয়ে জেল থেকে ছাড়া পেয়েছেন অনুব্রত মণ্ডল। এছাড়াও অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ারাও সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানিয়ে জামিন পেয়েছেন। সেকারণে এবার সরাসরি জামিনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ৩ বছরের বেশি সময় ঘরে জেলে রয়েছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা এবং সোনার গয়না উদ্ধার হয়েছে। জেলে রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ও। শিক্ষক নিয়োগের নাম করে কোটি কোটি টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা।

সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে মামলাটির শুনানি হয়। তারপরেই সব পক্ষকে নোটিস জারি করেছে দুই বিচারপতির বেঞ্চ। একাধিক মামলায় তদন্ত দীর্ঘায়িত হওয়ার কারণে অভিযুক্তরা দীর্ঘসময় ধরে জেলে রয়েছেন। কিন্তু সুপ্রিম কোর্ট এই ধরনের মামলার ক্ষেত্রে জানিয়েছে যে তদন্ত দীর্ঘায়িত হলেও দীর্ঘ সময় ধরে অভিযুক্তরা জেলে থাকতে পারেন না। সেই গ্রাউন্ডেই অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে মণীশ সিসোদিয়া এবং এমনকী অনুব্রত মণ্ডলকেও জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত।