নিউজ ডেস্ক: এবার বাজারে এল আরেক ধরণের বিলাসবহুল আইফোন। দাম প্রায় ১২ লক্ষ টাকা। সম্প্রতি এই ফোন লঞ্চ করেছে বিখ্যাত রাশিয়ান কোম্পানি ক্যাভিয়ার। শুধু তাই নয়, এই ফোনের পিছনের দিকে থাকবে একটি করে প্রিমিয়াম মডেলের রোলেক্স ঘড়ি।
‘ক্যাভিয়ার’, রাশিয়ান এই কোম্পানি বিলাসবহুল কাস্টমাইজড স্মার্টফোন বানানোর জন্য বিশ্ব বিখ্যাত। এখন এই সংস্থায় নাম লেখালো অ্যাপল আইফোন।
এই বিলাসবহুল আইফোনের শীর্ষ মডেল হল ট্যুরবিলিয়ন কার্বন গোল্ড অ্যাপল আইফোন ১৪ প্রো ম্যাক্স। ডিভাইসটির দাম ১৪,৯৮০ ডলার (প্রায় 12.12 লক্ষ টাকা)। বেস মডেলের দাম প্রায় ১০ লক্ষ টাকা।
এই ট্যুরবিলিয়ন কার্বন গোল্ড অ্যাপল আইফোনের পিছনে একটি ক্লাসিক্যাল ট্যুরবিলন ঘড়ি রয়েছে। যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। এই ঘড়ি বানিয়েছে রোলেক্স কোম্পানি। যা একে আরও আকর্ষিত করে।
কার্বন এবং কালো যৌগিক অনিক্স দিয়ে তৈরি এই আইফোন। ক্যাভিয়ার সংস্থার তরফে বলা হয়েছে, কালোর মধ্যে সোনালী রঙের উজ্জ্বলতা সকলের নজর কাড়বে। মোট ৩৯ টি মডেল তৈরি করার কোথাও জানিয়েছে ওই সংস্থা।
এই কার্বন গোল্ড অ্যাপল মডেলটি বাকি আইফোনগুলির মতোই ১২৮GB, ২৫৬GB, ৫১২GB এবং ১TB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে।
আপনি যদি এই ফোন কিনতে চান তবে, ক্যাভিয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ফোন অর্ডার করতে পারেন।