Apple iPhone: চিনে তৈরি হবে না অ্যাপল আইফোন! ভরসা ভারতেই

নিউজ ডেস্ক: চিনে নেই আস্থা। ভরসা সেই ভারতেই। এবার থেকে ভারতেই বাড়বে আইফোনের উৎপাদন। এখনও বিশ্বের বেশিরভাগ আইফোন তৈরি হয় চিনে। বিষয়ে করে আইফোন প্রো সিরিজের মডেল তৈরি করতে এখনও চিনের উপরেই নির্ভরশীল এই বিশ্ববিখ্যাত সংস্থা। তবে হটাৎ করে কেন এই সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল? কেন চিন বয়কট করছে আমেরিকার এই কোম্পানি?

সূত্রের খবর, বিগত কয়েক বছরে চিনে কোভিড নিয়মে কড়াকড়ির জন্যই মার খাচ্ছে আইফোন প্রোডাকশন। আর এই কারণেই চিন থেকে আইফোন উৎপাদন কমাতে চাইছে মার্কিন সংস্থাটি। সব ঠিক থাকলে ২০২৭ সালের মধ্যেই বিশ্বের মোট আইফোনের অর্ধেক ভারত থেকে তৈরি হবে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে এই তথ্য সামনে এসেছে।

২০২২ সালের রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে ভারতে আইফোন উৎপাদন ২৫ শতাংশ বাড়বে। উৎপাদনের নিরিখে চিনের উপর থেকে নির্ভরশীলতা কমাতে চাওয়ার কারণেই অ্যাপল এর এই সিদ্ধান্ত। ২০২৩ সালের জানুয়ারিতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ২০২৭ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে ৫০ শতাংশ হবে।

বর্তমানে বিশ্বের মোট আইফোন প্রোডাকশনের মাত্র ৫ শতাংশ ভারতে উৎপাদন হয়। আইফোনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নয়াদিল্লি। আইফোন উৎপাদনের এই সিদ্ধান্ত মেক ইন ইন্ডিয়া পদক্ষেপকে নতুন দিশা দেখাবে বলে মত মোদি সরকারের। যদিও, ভারতে উৎপাদন বাড়াতে বিগত কয়েক বছর একাধিক পদক্ষেপ নিয়েছে দিল্লির সরকার।

About Saswata Das

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *