ইউ এন লাইভ নিউজ: চা ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুব কমই পাওয়া যায়। সকালে ঘুম থেকে উঠে হোক, অফিসের প্রচন্ড কাজের চাপে হোক বা হোক কোনো অবসর সময় বা সন্ধ্যের আড্ডায় চা-চাইই চাই। তাই এবারের পুজোর আড্ডায় বাড়িতে বন্ধুদের জন্য রকমারি চা বানিয়ে সারপ্রাইজ দিন। যেমন সুখ্যাত করবেন তাঁরা, তেমনই রকমারি রংবাহারি চা হাতে ছবিও কিন্তু দারুণ উঠবে। তাই জেনে নিন এই রকমারী চায়ের রেসিপি।
মশলা গোলাপ চা
উপকরণ-
দারচিনি, লবঙ্গ, মৌরি, আদা, দুধ, চিনি, চা পাতা বা টিব্যাগ, দারচিনিগুঁড়ো
প্রণালী-
দারচিনি, লবঙ্গ, মৌরি, আদা সব একসঙ্গে পেস্ট করুন। এবার পাত্রে জল নিয়ে ফুটতে দিন। ফুটে এলে মশলার মিশ্রণ ওই জলে দিন। এবার এতে চিনি আর অল্প পরিমাণে চা পাতা বা টি ব্যাগ দিন। এবার গোলাপের পাপড়ি দিয়ে আরও ২-৩ মিনিট ফোটান। সব হয়ে গেলে দারচিনিগুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার একটা আলাদা পাত্রে দুধ গরম ফোটান, এতে গোলাপ ও মশলার মিশ্রণে ফোটা জলটা দিয়ে দিন। তৈরি মশলা গোলাপ চা। শেষপাতে ছেঁকে নিয়ে পরিবেশন করুন।
রোজ মিল্ক টি
উপকরণ
এই চা তৈরির জন্য প্রথমে রোজ সিরাপ বানাতে হবে। কী লাগবে? ১ কাপ – জল, ১ কাপ – চিনি, শুকনো গোলাপের পাপড়ি- ১ কাপ, শুকনো জবাফুলের পাপড়ি- ২টো (রঙের জন্য), ১ কাপ- দুধ, চিনি, চা পাতা/ টি ব্যাগ।
প্রণালী-
প্রথমে জল, চিনি, শুকনো গোলাপের পাপড়ি ফুটিয়ে রোজ সিরাপ তৈরি করুন। বাজার থেকে কেনা রোজ সিরাপও ব্যবহার করতে পারেন। এবার হচ্ছে আসল খেলা! একটা পাত্রে দুধ ফুটিয়ে চা পাতা বা টি ব্যাগ দিয়ে চা বানান। তৈরি হয়ে গেলে তার সঙ্গে রোজ সিরাপ মিশিয়ে নিন।
নীলকণ্ঠ চা
উপকরণ-
শুকনো বা সতেজ অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল ১০ টি, জস ২ কাপ, মধু ২ চা চামচ, লেবুর রস ২ চা চামচ।
প্রণালী
প্যানে জল ফুটিয়ে নিন। ফুটে উঠলে ফুলের পাঁপড়ি দিন। জলের রং নীল বর্ণ ধারন করলে গ্যাস থেকে নামিয়ে কাপে ঢেলে ছেঁকে নিন। এবার এতে মধু মেশান। তৈরি নীলকণ্ঠ চা।
Leave a Reply