FIFA World Cup 2022: মন্দ সময় কাটছে মেসির? জানুন,সেই কথা

স্পোর্টস ডেস্ক: একই দিনে কি মেসির মন্দ সময় কেটে যাওয়ার ইঙ্গিত মিলেছে? দিনের শুরুতে মেক্সিকোর কানেলো আলভারেজের ক্ষমা চাওয়া দিয়ে শুরু। আর দিনের শেষে, নিজে গুরুত্ত্বপূর্ণ ম্যাচে – পেনাল্টি মিস করার পরও আর্জেন্টিনা ২-০ গোলে ম্যাচ জিতেছে। শুধু ম্যাচ জেতাই নয়, শেষ ১৬ তে খেলার ছাড়পত্র পেয়েছে।

কানেলোর ক্ষমা প্রার্থনা:

মেসিকে সরাসরি আক্রমন করছিলেন মেক্সিকোর পেশাদার বক্সারটি। প্লেয়ার্স ড্রেসিংরুমে নাকি মেসি মেক্সিকো জার্সির অবমাননা করেছিলেন। এমন অভিযোগের তীর হেনে ছিলেন। এই নিয়ে বিস্তর জলঘোলা হওয়ার পর, নিজের ভুল বুঝেছেন। তাই সোশ্যাল মিডিয়াতে লিখে ক্ষমা চেয়েছেন মেসির কাছে।

কী লিখেছেন?

‘প্রতিদিন আমরা নুতন কিছু শিখি। এই ঘটনা আমাকে শেখালো কিছু। সেদিন দেশের হার আমাকে মানসিকভাবে ধাক্কা দিয়েছিল। একটা ছবি, ক্লিপ দেখে আমি অমন মন্তব্য করেছিলাম। হুমকি দিয়ে বসেছিলাম মেসিকে। আমি নিজের বুঝতে পেরে, মেসি আর আর্জেন্টিনা দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’ কানেলো আলভারেজের এই ঘটনায় বোঝা যায়, মেসির খারাপ সময় বুঝি কাটছে।

মেসির পেনাল্টি মিস!

যিনি অবিশ্বাস্য সব গোল করেছেন , ম্যাচের পর ম্যাচে, তিনি পেনাল্টি মিস করলেন! আর্জেন্টিনা – পোল্যান্ড ম্যাচে প্রথম অর্ধতেই দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন নি এল এম টেন। ভার ( VAR) দেখে, পোল্যান্ড গোলরক্ষকের মেসির মুখে বল ছাড়া আঘাত করার জন্য পেনাল্টি দেন। মেসি নিজেই সেই পেনাল্টি নেন। কিন্তু দেখা যায়, পোল্যান্ড গোলরক্ষক ঝাঁপিয়ে সেই পেনাল্টি রুখে দিয়েছেন। তখন মনে হচ্ছিল, এই ম্যাচে মেসির মান বুঝি বাঁচলো না। কিন্তু সময় এগুতে থাকতেই, নেতা মেসির দল তাঁর নেতৃত্বে চেপে ধরে পোল্যান্ডকে। ম্যাচ ২-০ গোলে জেতে আর্জেন্টিনা। গোল করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা জুলিয়ান আলভারেজ আর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আরও বেশি গোলের ব্যবধানে জিততে পারতো মেসির দল। হয়নি। কিন্তু কাজের কাজটি হয়ে গেছে। পরপর দুটি ম্যাচ জিতে গ্রুপ সি থেকে এক নম্বর দল হয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। মেসিদের এবার খেলতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ম্যাচ হেরে পোল্যান্ড শেষ ১৬ তে গেল। মেক্সিকোর চেয়ে ভালো গোল ব্যবধানে এগিয়ে থেকে সেটা সম্ভব হল। তাদের প্রতিপক্ষ শেষবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

আর সেই কানেলো আলভারেজের মেক্সিকো? বিদায় নিল টুর্নামেন্ট থেকে , শেষ ম্যাচে শেষ মুহুর্তে গোল হজম করেই কাল হল। সৌদি আরবকে ২-১ গোলে হারিয়ে দিয়েও, মিললো না শেষ ১৬ দলে থাকার ছাড়পত্র।

আজকের নজর:

আজ, বৃহস্পতিবার। বিশ্বকাপে আরও কয়েকটি দলের ভাগ্য ঠিক হয়ে যাবে। স্পেন-জাপান আর জার্মানি- কোস্টা রিকা যেমন লড়তে নামছে, তেমনি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে : ক্রোয়েশিয়া – বেলজিয়াম। আছে কানাডা – মরক্কো ম্যাচও।

ছবি: সৌ টুইটার।