Emiliano Martinez in Kolkata

Emiliano Martinez in Kolkata: মিলন মেলায় এমিলিয়ানো মার্টিনেজ, বিশ্বকাপজয়ীকে দেখতে কী করবেন?

ইউ এন লাইভ স্পোর্টস ডেস্ক: ফের একবার ইতিহাসের সাক্ষী হবে তিলোত্তমা। আসছেন বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সব ঠিকঠাক থাকলে জুন মাসে কলকাতায় আসবেন লিওনেল মেসির সতীর্থ। এখন আর ভাবনাচিন্তা নয়। কলকাতায় কবে পা রাখবেন তিনি তাও ইতিমধ্যেই নির্ধারিত।

৪ জুলাই কলকাতায় অবতরণ এমির। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তের উদ্যোগেই কলকাতায় আসছেন মেসির সতীর্থ। এতদিন সকলেই জানতেন, আগে তিনি মোহনবাগান ক্লাবে যাবেন। এ বার ফুটবল ভক্তদের জন্য সুখবর। ৪ জুলাই মিলন মেলা প্রাঙ্গনে থাকছেন ডিবু। যে কেউ বিশ্বকাপজয়ী গোলকিপারকে সেখানে দেখতে যেতে পারবেন। কারণ, মিলন মেলা প্রাঙ্গনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে উদ্যোক্তারা। ৪ জুলাই কীভাবে দেখবেন বিশ্বকাপজয়ীকে?

মিলন মেলা প্রাঙ্গনে সেই অনুষ্ঠানটি দুপুর ১২.৩০ নাগাদ শুরু হওয়ার কথা। যাঁরা সেই অনুষ্ঠানে এমিকে সামনে থেকে দেখতে চান তাঁদের জন্য পেটিএমে রয়েছে বিশেষ টিকিটের ব্যবস্থা। এমির দর্শন পাওয়ার জন্য ১৯৯ টাকা থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা অবধি বিভিন্ন ক্যাটেগরির টিকিট রয়েছে।

  • ব্রোঞ্জ সুপার লাইট – এই বিভাগে প্রতি টিকিটের দাম রাখা হয়েছে ১৯৯ টাকা। ওই অনুষ্ঠানে এটাই সর্বনিম্ন মূল্যের টিকিট।
  • ব্রোঞ্জ লাইট – এই বিভাগের প্রতি টিকিটের মূল্য ৪৯৯ টাকা।
  • গোল্ড – এই বিভাগের প্রত্যেক টিকিটের মূল্য ৪০০০ টাকা। অনুষ্ঠান দেখার সুযোগ পাওয়ার পাশাপাশি এই টিকিট কাটলে লাঞ্চও পাবেন দর্শকরা। সঙ্গে থাকবে এমির অটোগ্রাফ করা জার্সিও।
  • সুপার গোল্ড – এই বিভাগে প্রতিটি টিকিটের মূল্য ২৫ হাজার টাকা। তাতে ছয় জনের এক টেবলে ৪ জনকে প্রবেশ করতে দেওয়া হবে। এখানে এমির অটোগ্রাফ দেওয়া জার্সি পাবেন দর্শকরা। সঙ্গে থাকছে লাঞ্চ ও এমির সঙ্গে দেখা করার সুযোগ।
  • প্ল্যাটিনাম লাইট – এই বিভাগের প্রতিটি টিকিটের দাম ৬০ হাজার টাকা। লাঞ্চ, ডিবুর সই করা জার্সির পাশাপাশি এই ক্যাটেগরির টিকিট কাটলে এমির সঙ্গে ছবি তোলারও সুযোগ থাকছে।
  • প্ল্যাটিনাম – ডিবুর সঙ্গে দেখা করার জন্য সবচেয়ে বেশি দামি যে টিকিট সেটি হল প্ল্যাটিনাম বিভাগের। এখানে একটি টিকিটের মূল্য ১ লক্ষ ২৫ হাজার টাকা। এই বিভাগের যাঁরা টিকিট কাটবেন তাঁদের এমির সই করা বিশেষ জার্সি দেওয়া হবে। সঙ্গে থাকছে লাঞ্চ। এছাড়াও এই টিকিট কাটলে মার্টিনেজের সঙ্গে সরাসরি সাক্ষাতের পর ছবি তোলার সুযোগ থাকবে।