আর্জেন্টিনা – ২ : মেক্সিকো -০
স্পোর্টস ডেস্ক: মেসি ম্যাজিকেই ছন্দে ফিরে এল আর্জেন্টিনা। মরণ-বাঁচন ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপে আপাতত ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজে পেল মেসি বাহিনী।
মেসির নিজে গোল করলেন। সতীর্থকে দিয়েও গোল করালেন। তাতেই ২-০ গোলে জয় এল লিওনেল স্কালোনির ছেলেদের। এই জয় দিয়ে কাতার বিশ্বকাপে খেতাবের লড়াইয়ে আশা জিইয়ে রাখলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
কাতারের লুসাইল স্টেডিয়ামে এই অতি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমে বল দখলে ও আক্রমণে বিচারে এগিয়ে ছিল আর্জেন্টিনার। পুরো ম্যাচের ৫৯ শতাংশ সময় নিজেদের দখলে বল রেখেছিল। তাতেই বিপক্ষের উপর চাপ রেখেছিল লিওনেল মেসির দল। আর প্রতিপক্ষের তেকাঠি যে দুটি শট রাখতে পড়েছিল তাতেই গোল হয়েছে।
বরঞ্চ বল দখলের লড়াইয়ে পিছিয়ে ছিল মেক্সিকো। ৩৯ শতাংশ বল দখলে ছিল তাদের। আর আর্জেন্টিনার তেকাঠিতে শট নেয় মাত্র একটি। তাতে গোল হয়নি, তা স্কোরলাইন বলে দিচ্ছেন।
ম্যাচের প্রথমার্ধ ছিল একদম সাদামাটা। আগের ম্যাচের হারের জুজু ঘাড় থেকে ঝেড়ে ফেলতে পারছিল না আর্জেন্টিনা। খেলার ধরনও বলে দিচ্ছিল স্বাভাবিক লাতিন ফুটবলের ছন্দে খেলতেই পারছেনা নীল – সাদা ব্রিগেড। প্রথমার্ধে তো গোলের লক্ষ্যে কোনও শটই নিতে পারেনি আর্জেন্টিনা। অন্যদিকে মেক্সিকোর খেলাতেও ছিল শুধু একটি পয়েন্ট পাওয়ার ফুটবল। তাই গোলশূন্য অবস্থায় শেষ হয়ে যায় ম্যাচে প্রথম অর্ধ।
পরের অর্ধ অন্য চেহারায় খেলা শুরু করেন মেসিরা। গোল পেতে মরিয়া হয়ে ওঠে লিওনেল স্কালোনির দলবল । বিপক্ষের উপর চাপ বাড়াতে থেকে আর্জেন্টিনা। ম্যাচের ৬৪তম মিনিটে সেই অতি কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যান দলের নেতা মেসি, স্বয়ং। অ্যাঞ্জেল ডি মারিয়ার বিপক্ষের রক্ষণ ভেদ করে পাস দেন। ডি-বক্সের বাইরে থেকে লিওনেল মেসির নেয়া বাঁ-পায়ের শট চোখের নিমেষে মেক্সিকান গোলকিপারকে হারিয়ে জলে জড়িয়ে যায় (১-০)।
মেসির গোল দিয়ে শুরু। আগের সেই হেরে যাওয়া ম্যাচেও মেসির গোল ( পেনাল্টি থেকে) দিয়েই শুরু হয়েছিল। কিন্তু তারপর ছন্দপতন ঘটে গিয়েছিল। এবার তাই গোল করে অতি মাত্রায় আরও গোল মেতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা।
পিছিয়ে পড়া মেক্সিকোকে ম্যাচে ফেরার কোনো সুযোগই দিচ্ছিল না আর্জেন্টিনা। খেলার একদম শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুন করে নিয়েছিল লাতিন আমেরিকার দলটি। ৮৮ মিনিটে সেই মেসি ম্যাজিক! এবার মাপা পাস দেন ফার্নান্দেসকে। ডি-বক্সের বাইরে থেকে ডানপায়ের চকিত শটে গোল করেন এনজো ফার্নান্দেস (২-০)। এরপর আর গোল পায়নি মেসি বাহিনী। পেয়েছে ম্যাচের পুরো পয়েন্ট।
এই জয় নিশ্চিত ভাবে নীল-সাদা ব্রিগেডের আত্ম বিশ্বাস বাড়িয়ে দিল। পয়েন্টের হিসেবে, ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে ওঠে এল আর্জেন্টিনা। সমান সংখ্যক ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে সকলের শেষে মেক্সিকোর। আর সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রবার্তো লেভানডোস্কির পোল্যান্ড। আর্জেন্টিনার চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় ৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে সৌদি আরব।
এবার মেসিদের মিশন তিন। পোল্যান্ডকে হারিয়ে জয়ের অভ্যাসটা জিইয়ে রাখা।
ছবি: সৌ টুইটার।
Leave a Reply